আসসালামু আলাইকুম।
ব্যাংক সুদ এর সাথে যুক্ত। তাহলে ব্যাংক থেকে অর্জিত জীবিকা তো হারাম।আর হাদিসএ আছে যার শরীর হারাম খাদ্য দিয়ে গঠিত তার ইবাদাত কবুল হয় ।
আমার প্রশ্ন হলো যে ব্যক্তি ব্যাংকে চাকরি করেছেন তার সন্তানকে ও তো সেই উপার্জন দিয়ে বড় করেছেন।তাহলে উক্ত ব্যক্তির সন্তান কে কি বিয়ে করা যাবে?