আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
একটা স্বপ্ন দেখলাম, এমন ছিলো যে,
আমরা অনেকজন একটা দূর্গম রাস্তা পার হচ্ছি,আশেপাশে কেবল থৈথৈ পানি।রাস্তার শুরু শেষ কিছু বোঝা যায় না।কেউ কেউ পার হতে পারছিলো না রাস্তা টা।পানিতে পরে যাচ্ছিলো,আবার যে পরে যাচ্ছে প্রায়ই,,তাকে আবার একজন কোনোরকমে ধরে বাঁচালো।আমার মনে হচ্ছিল যে,একটা মেয়ে আমাকে বলে বলে দিচ্ছে,, কিভাবে সহজে পার হতে পারবো।ঐ মেয়েটাকে আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না।কোমড় সমান পানিতে থেকে দূর থেকে আমাকে ইশারায় বুঝাচ্ছিলো,এমনে যাও,ওমনে যাও,,,
তারপর একটু পর আমি বুঝলাম,ওই মেয়েটা মৃত।আমার খুব কস্ট হচ্ছিলো।আমি ওকে জড়িয়ে ধরে অনেক আবেগ নিয়ে বলছিলাম,, আমরা জান্নাতে একসাথে থাকবো,,,এক কথা বারবার বলছিলাম।খুব কস্ট থেকে কান্না করে করে বলেছিলাম। মানে আমার মনে হয়েছে, ওই মেয়ে জান্নাতি।আমিও তোমার সাথে থাকবো।
তারপর একটু পর দেখলাম, ৪/৫ জন একটা রুমে ঢুকলাম,একটা লোক কথা বলছে।তো সবাই হাসাহাসি করছে,কথা বলছে।আমার গায়ে কোনো পর্দার পোশাক ছিলো না,তাই লজ্জা পেয়ে একদম পিছনে গিয়ে বসে আছি চুপ করে।
আম্মুর ডাকে,, ভোর ৪.৪৫ এ আমার ঘুম ভাঙে।একটু ভয়ও পেয়েছিলাম।বারবার মনে হচ্ছিলো,,,কে যেনো নাই কে যেনো নাই,,কস্ট হচ্ছিলো,রাস্তা পারাপারের অংশটার কথা মনে পরতেই ভয় পেয়েছিলাম,ভাবছিলাম আউজুবিল্লাহ পড়ে থুতু দিবো কিনা,পরে আবার মনে হলো,দরকার নেই।
২।উস্তায,উত্তম ও কল্যানকর দ্বীনদার জীবনসঙ্গী পাওয়ার দোয়া একটা জানি,সূরা ফুরকান এর ৭৪ নং আয়াত।
আর কোনো আ'মাল আছে কি?
***সূরা আহযাব পড়া যায়, উত্তম জীবনসঙ্গীর পাওয়ার আশায়,শুনেছিলাম।এটা কি সহীহ হাদিস দ্বারা প্রমানিত?করা উচিত হবে আ'মাল টা?