আসসালামু আলাইকুম। মযী থেকে পবিত্র হবার সময় আমার প্রস্রাব হয় এবং তারপর পানি দিয়ে পবিত্র হয়ে চলে আসি। এখন বিছানায় বসলে কাপড়ে যে পানির ছিটা লেগেছে সেখান থেকে বিছানায় কিছু ভেজা দাগ লেগে যায়।যদিও প্রথমে মযী আমার কাপড়ে লাগে নি। কিন্তু এস্তেঞ্জার পর লাগতে পারে এরুপ সন্দেহ হয়। তাহলে কি ঐ ভেজা দাগ আমাকে আবার ধুতে হবে নাকি পানির ছিটা দিলেই চলবে?
➤মযী লাগার পর কোথায় লেগেছে বুঝতে না পারলে কি শুধু পানি ছিটিয়ে পবিত্র করা সম্ভব যেহেতু মযী লাগলে পুরো কাপড় না ধুলেও চলবে এবং মযী প্রস্রাবের মত নাপাক নয়।তুচ্ছ নাপাক কথাটা কি সঠিক?