Assalamu alaikum shaikh.. আমি একজন স্টুডেন্ট. আমার ওয়াসউসা রোগ আছে . আমি যখন পড়া রেভিসে দিতে যাই তখন কোনো পড়া পেরে গেলে আমার মনে হয় আমার অহংকার চলে আসছে .কিন্তু আমি চাইনা ..তাও মনে হয় এসে পড়বে. আমি দোয়া করি তাও শান্তি পাইনা. মনে হয় আল্লাহ রাগ করবেন.ফলে নিজে কে ছোট মনে হয় .হীনম্মন্যতায় ভুগি. এবং পড়ার প্রতি আকর্ষণ কমতে থাকে. আমি বিসসাস করি সব ক্ষমতার মালিক আল্লাহ এবং আমার কোনোই ক্ষমতা নেই.তাই আমি অহংকার করতে চাইনা.. কিন্তু আমি আত্মবিস্বাসী হতে চাই. শাইখ অহংকার এবং আত্মবিশ্সাস কি এক?
আমি যে আত্মবিস্বাসের অভাবে দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছি.. এবিষয়ে আমি কি করতে পারি ?
২.পড়তে বসে আমি যদি অত্রবিস্বাস লাভের জন্য বলি "আরে এগুলো তো খুব ই সহজ " ,"আরে এগুলো একটা জিনিস হলো নাকি ?" আমি পারি ","আমি সহজে অনেক ম্যাথ করতে পারি " এগুলো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বললে কি অহংকার হবে?
৩.আল্লাহর দয়ায় আমি অনেক কিসু পারি, আল্লাহর রহমতে অনেক জিনিস আমি বুঝতে পারি, আল্লাহ দিলে এগুলো তো আমার জন্য কিসুই না, ইশাল্লাহ পারবো এগুলো কি বলা যাবে?
৪.এই লিংক এর ভিডিও তে আত্মবিশ্সাস বাড়ানোর জন্য যা বলা আছে তা কি ফলো করতে পারি?
https://youtu.be/ccLT7FEf58U
5.ami amar boner jonno arbi te ki doa korte pari?
Jeno tar duniya ,akherat, rijik,swami sontan sob se valo pay?