আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
164 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (13 points)
Assalamu alaikum shaikh.. আমি একজন স্টুডেন্ট. আমার ওয়াসউসা রোগ আছে .  আমি যখন পড়া রেভিসে দিতে যাই তখন কোনো পড়া পেরে গেলে আমার মনে হয় আমার অহংকার চলে আসছে .কিন্তু আমি চাইনা ..তাও মনে হয় এসে   পড়বে. আমি দোয়া করি তাও শান্তি পাইনা. মনে হয় আল্লাহ রাগ করবেন.ফলে নিজে কে ছোট মনে হয় .হীনম্মন্যতায় ভুগি. এবং পড়ার প্রতি আকর্ষণ কমতে থাকে. আমি বিসসাস করি সব ক্ষমতার মালিক আল্লাহ এবং আমার কোনোই ক্ষমতা নেই.তাই আমি অহংকার করতে চাইনা.. কিন্তু আমি আত্মবিস্বাসী হতে চাই. শাইখ অহংকার এবং আত্মবিশ্সাস কি এক?
আমি যে আত্মবিস্বাসের অভাবে দিন দিন ক্ষয় হয়ে যাচ্ছি.. এবিষয়ে আমি কি করতে পারি ?
২.পড়তে বসে আমি যদি অত্রবিস্বাস লাভের জন্য  বলি "আরে এগুলো তো খুব ই সহজ " ,"আরে এগুলো একটা  জিনিস হলো নাকি ?" আমি পারি ","আমি সহজে অনেক ম্যাথ করতে পারি " এগুলো আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বললে কি  অহংকার হবে?

৩.আল্লাহর দয়ায় আমি অনেক কিসু পারি, আল্লাহর রহমতে অনেক জিনিস আমি বুঝতে পারি, আল্লাহ দিলে এগুলো তো আমার জন্য কিসুই না, ইশাল্লাহ পারবো এগুলো কি বলা যাবে?
৪.এই লিংক এর ভিডিও তে আত্মবিশ্সাস বাড়ানোর জন্য যা বলা আছে তা কি ফলো করতে পারি?

https://youtu.be/ccLT7FEf58U

5.ami amar boner jonno arbi te ki doa korte pari?
Jeno tar duniya ,akherat,  rijik,swami sontan sob se valo pay?

1 Answer

0 votes
by (565,890 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


(০১)
হাদীস শরীফে আছে

  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبَانَ بْنِ تَغْلِبَ، عَنْ فُضَيْلِ بْنِ عَمْرٍو، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ وَلاَ يَدْخُلُ النَّارَ يَعْنِي مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ " . قَالَ فَقَالَ لَهُ رَجُلٌ إِنَّهُ يُعْجِبُنِي أَنْ يَكُونَ ثَوْبِي حَسَنًا وَنَعْلِي حَسَنَةً . قَالَ " إِنَّ اللَّهَ يُحِبُّ الْجَمَالَ وَلَكِنَّ الْكِبْرَ مَنْ بَطَرَ الْحَقَّ وَغَمَصَ النَّاسَ " .


.আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত আছে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ  যে ব্যক্তির অন্তরে অণু পরিমাণ অহংকারও আছে সে জান্নাতে যেতে পারবে না। আর যে ব্যক্তির অন্তরে অণু পরিমাণ ঈমানও আছে সে জাহান্নামে যাবে না। তখন একজন বলল, আমার নিকট এটা তো খুবই পছন্দনীয় যে, আমার জামা-কাপড় সুন্দর হোক এবং আমার জুতা জোড়াও সুন্দর হোক। তিনি বললেনঃ আল্লাহ তা'আলা অবশ্যই সৌন্দর্যকে পছন্দ করেন। কোন ব্যক্তির সদৰ্পে সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজান করাই হলো অহংকার।
(সহীহ মুসলিম ১৬২৬, তিরমিজি১৯৯৯)

অহংকার কি এই প্রশ্নের সরল  উত্তর হচ্ছে কোনো বিষয়ে নিজেকে বড় মনে করে অন্য মানুষকে তুচ্ছ মনে করার নামই অহংকার।    

নিজে কোনো কাজ করতে পারবো বলে মনে করাকে আত্মবিশ্বাস বলে।

(০২)
না,এটি অহংকার হবেনা।
,
(০৩)
এতে অন্যকে তুচ্ছ মনে করা উদ্দেশ্য না নিলে অহংকার হবেনা।
,
(০৪)
বিষয় গুলি সংক্ষেপে লিখে দিলে জবাব প্রদানে সুবিধা হতো  
,
(০৫)

ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار 

ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما  


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...