দুই রাকায়াত সলাতে সুরা মিলানোর সময় কি পরপর দুটি সুরা দুই রাকাতে পড়া অনুত্তম? যেমন প্রথম রাকাতে সুরা ফিল, দ্বিতীয় রাকাতে ক্বুরইশ। নাকি ১/২ টা সুরা গ্যাপ দিয়ে পরের টা (যেমনঃ কাওসার) পড়ব? বা কখনো যদি ইচ্ছাকৃত /অনিচ্ছাকৃত দুইটা পাশাপাশি সুরা পড়ে ফেলি সেক্ষেত্রে সলাতের সমস্যা হবে কিনা? এই নিয়ম কি ফরজ, সুন্নত, নফল সব নামাযের ক্ষেত্রে প্রযোজ্য?যদি সুন্নতের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তবে চার রাকাত বিশিষ্ট সুন্নতের ক্ষেত্রেও কি এভাবে আদায় করা যাবেনা?