السلام عليكم ورحمة الله وبركاته.
শাইখ,
**আজকে ফজরের স্বলাতের জন্য ঘুম থেকে উঠার পর দেখলাম সূর্যোদয় হতে যতটুকু সময় বাকি আছে ততটুকুতে ফ্রেশ হয়ে শুধু দুই রাকআত স্বলাত পড়া যাবে। সেজন্য আমি ফজরের ফরয স্বলাতটাই পড়ার সিদ্ধান্ত নিয়ে স্বলাত পড়ে নেই। তারপর নিষিদ্ধ ওয়াক্ত শেষ হওয়ার পর সুন্নত দুই রাকআত পড়ে নেই।
**একটা হাদীসে এরকম কিছু পড়েছিলাম যে, রসূলুল্লাহ্ (স্বল্লাল্লহু 'আলাইহি ওয়া সাল্লাম) ফজর ও মাগরীবের সুন্নত স্বলাতে সূরা ইখলাস ও সূরা কাফিরূন পড়তেন। হুবহু মনে নেই। (আল্লাহু আ'লাম)। সেজন্য এই আমল করার চেষ্টা করি, الحمد لله.
কিন্তু আজকে ফজরের ফর‍জ স্বলাতের ই ১ম রাকআতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে গিয়ে মনে হলো সূরা ইখলাস পড়বো,সূরা কাফিরূন পড়তে গেলে সময় বেশি লাগবে (যেহেতু বড় মাদ্দ আছে বেশ কয়েক জায়গায়),ওয়াক্ত শেষ হয়ে যেতে পারে। কিন্তু এটা তো ফরজ স্বলাত পড়ছিলাম, সেখানে সুন্নত স্বলাতে যেই সূরাগুলা পড়ি সেগুলা থেকে কোন সূরা পড়বো সেটা ভাবছিলাম। (যদিও জানি যে ফরজ যেকোনো সূরাহ ই পড়া যাবে,ইনশাআল্লাহ।) কিন্তু আমি কি ভুলে ফজরের স্বলাতের নিয়ম ভেবে এমনটা ভেবেছিলাম নাকি সুন্নত স্বলাত ভেবেছিলাম সেটা মনে করতে পারছি না। কিন্তু যদিও সময় কম ছিলো দেখে আমি শুধু ফরজটুকুই পড়ার নিয়তে স্বলাত শুরু করেছিলাম।
(বি.দ্র. আমার ওয়াসওয়াসার সমস্যা আছে কিছুটা, বিশেষ করে স্বলাতে।
***
প্রশ্ন- সূরাহ নিয়ে এমন চিন্তার কারণে আমার স্বলাত কি নষ্ট হয়ে গেছে তাহলে? পুনরায় এই ফরজ দুই রাকআত কাযার নিয়তে আদায় করে নিতে হবে? নাকি স্বলাত ঠিক আছে, আদায় করা হয়ে গেছে?
***