আমার দ্বারা এমন কাজ হয়ে গিয়েছিলো আমি নিজে শিউর না যে,,"এটা কি আমি ইচ্ছাকৃত করেছি না অনিচ্ছাকৃতভাবে করেছি। মন শুধুই ৫০/৫০ থাকে"
তাই শয়তানের কুমন্ত্রনা থেকে বাচার জন্য আমি সতর্কতামুলক ঈমান নবায়ন করে ফেলি,,যাতে যদি আমার ঈমান ভংগ হয়ে গেলে আবার ঈমান নবায়নের দ্বারা সংশোধন হয় যায়।
প্রশ্ন হলো-
(১ম বিভাগ)--
১) আমি যখন ঈমান নবায়ন করেছি তখন আমি এর আগে নাপাকি-যুক্ত বিস্কুট খাবার খেয়েছি,, যাতে করে আমার মুখের ভিতর নাপাক হয় যায়। (কারন ওই বিস্কূটে নাপাকি লেগে গিয়েছিলো। কিন্তু পরবর্তীতে আমি মুখ পবিত্র করতে পারি নাই)
২) আমি ইচ্ছাকৃত-বশত আমি মুখ পবিত্র না করে, এই নাপাক মুখ অবস্থায়-ই আমি ঈমান নবায়ন করেছি । আমার ঈমান নবায়ন জায়েজ হয়েছে কি বা ঈমান নবায়ন হয়ে যাবে কি? --((কেননা, আমি মনে করি ঈমান নবায়ন করার সময় "আল্লহ সুবহানাহু তা'য়ালা ও রসুল (সাঃ)>"" ---এর নাম শারীফ থাকে। কিন্তু এই পবিত্র নামসমূহ, আমার নাপাক অপবিত্র মুখ দিয়ে বলে বলে ঈমান নবায়ন করেছি। --))
প্রশ্ন হলো--(২য় বিভাগ)
১) আমি যে সতর্কতা বশত ঈমান নবায়ন করেছি,,যাতে আমার ঈমান ভংগ হলে তা সংশোধন হয়ে যায়। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে মুখ পবিত্র না করে নাপাক মুখ অবস্থায়-ই ইমান নবায়ন করেছি। এতে কি আমার ঈমান নবায়ন হয়ে যাবে?
২) না, আবার ঈমান নবায়ন করা লাগবে?
(আমি এটা মানি যে,,মুখ পবিত্র করে ঈমান নবায়ন করা উচিত ছিলো এবং দায়িত্ব আমার উপর। কিন্তু এই দায়িত্ব টা পালন করতে পারি নাই। এখন মনে প্রশ্ন জাগে আমার ঈমান নবায়ন হইছে কি না সন্দেহে পড়ে যাই)
আরেকটি বিষয়- আমার যে গোস্লে ৩ ঘন্টা সময় লাগে,, সেই রোগ ধরা পড়েছে "আমি OCD রোগে আক্রান্ত"
কিন্তু OCD নিয়ে আরোও একটা প্রশ্ন জাগে। কারন রোগ দেয়ার মালিক একমাত্র ”আল্লহ রব্বুল আ'লামীন"। ডাক্তার বলেছে আর OCD আক্রান্ত ব্যক্তিরা পানি বেশী অপচয় করে। গোসলে বেশী সময় লাগায়। যেগুলা অপচয় হয়। শরীয়ত সমর্থিত নয়।
তাইলে ৫ নং প্রশ্ন OCD এই রোগটা কি আল্লহ প্রদত্ত রোগ? কারন,,OCD আক্রান্ত ব্যাক্তিরা অপচয় করে বেশী। যেটা আল্লহ পছন্দ করেন না। তাইলে আমি কি বলতে পারবো "এই রোগটা আল্লহ প্রদত্ত"?
আর OCD কে আল্লহ প্রদত্ত বললে তো,, "আল্লহ অপচয়কে সমর্থন করেন (না'উযুবিল্লাহ্) এরকম ব্যাখ্যা হয় যাবে?" কারন OCD ব্যাক্তিরা অপচয় করে বেশি। কিন্ত আল্লহ তো অপচয়কে অবশ্যই অপছন্দ করেন।
তাইলে OCD রোগের বেলায় আকীদা কিভাবে বিশুদ্দ্ব রাখবো??