Assalamu alaikum shaikh
1.আমার দাত গুলো খুব আকাবাকা হওয়ায় দেখতে খারাপ লাগে. বিশেষ করে সামনের পাটির দাঁতগুলো একটু উঁচু হওয়ায় অনেক ক্লাসমেট আমাকে টিটকারী দেয় আমার খুব খারাপ লাগে ছোট বেলা আমার গাফিলতিতেই আমার দাত গুলো আঁকাবাঁকা হয়েছে . আমি ভাবি কখনো আমি যদি বিয়ে করি , আমার স্বামিও আমাকে নিয়ে হাসে তখন আরো খারাপ লাগবে.আমি যদি ডেন্টিস্ট এর কাছে গিয়ে দাঁত সোজা করি তাহলে কি গুনাহ হবে?এজন্য দাঁত এ যে ব্রেস পড়তে হবে তাতে টি ওজুতে কোনো সমস্যা হবে ?
2.আমার মামা বিমানের একজন কর্মচারী. বিমানে উঠার সময় কাস্টমস এর লোকজন যাত্রীদের অনেক জিনিষ পত্র (যেমন খাবার,শার্ট,জুতা)এগুলো ফেলে দেয়. আমার মামা ওগুলো নিয়ে এসে আমাদের দেয়. এগুলো আমাদের জন্য হালাল হবে কি?এগুলো যদি তাদের হক থাকে তাহলে কি আমরা এগুলো নিয়ে গুনাহগার হব?
3.কারো জন্য কি আল্লাহর কাছে এরূপ দুয়া করা জায়েজ "আল্লাহ আমার জীবন এর বিনিময়েও তাকে বাঁচাও"?