আসসালামু আলাইকুম।
১) দুই জবরের জায়গায় ওয়াকফ করলে এক জবর উচ্চারণ করতে হয়। কেউ যদি এক জবরও উচ্চারণ না করে তখন লাহনে জলী হবে?
২) ওজরের কারণে বা অসতর্কতাবশত সতর অনাবৃত থাকা অবস্থায় কুরআন তিলাওয়াতের হুকুম কী?
৩) কুরআনে বর্ণিত দোয়াগুলো দ্বারা দোয়া করলে কি হরফ প্রতি দশ নেকির আশা রাখা যাবে, যদিও এক্ষেত্রে তিলাওয়াত উদ্দেশ্য না হয়ে দোয়া উদ্দেশ্য?