জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই /বোন,
পূর্বের এক ফতোয়াতে উল্লেখ করা হয়েছিলো যে,
হাদীস শরীফে এসেছে-
يَا عَمَّارُ إِنَّمَا يُغْسَلُ الثَّوْبُ مِنْ خَمْسٍ: مِنَ الْغَائِطِ وَالْبَوْلِ وَالْقَيْءِ وَالدَّمِ وَالْمَنِيِّ
আম্মার বিন ইয়াসার রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন-নিশ্চয় ৫টি কারণে কাপড় ধৌত করতে হয়, যথা-১-পায়খানা, ২-প্রশ্রাব, ৩-বমি, ৪-রক্ত, ৫-বীর্য। {সুনানে দারা কুতনী, হাদীস নং-৪৫৮}
শরীয়তের বিধান হলোঃ চামড়ার তৈরি অন্যান্য জিনিস যদি নাপাক হয়ে যায় আর নাপাকি যদি ঘন হয় যেমন—গোবর, পায়খানা, প্রভৃতি; তাহলে নাপাকি ঘষে তুলে ফেললে পাক হয়ে যায়।
আর নাপাকি যদি তরল হয় এবং শুকিয়ে গেলে দেখা না যায়, তাহলে না ধুলে পাক হবে না। তা ধুয়ে ফেলার নিয়ম হলো, প্রত্যেকবার ধৌত করার পর এতটা বিলম্ব করতে হবে যেন পানি টপকানো বন্ধ হয়ে যায়। এভাবে তিনবার ধৌত করতে হবে।
,
★সুতরাং প্রশ্নে উল্লেখিত ছুরতে উক্ত জুতা যদি চামড়ার হয়,সেক্ষেত্রে মাটিতে হাটার দ্বারা তাহা পাক হবেনা।
উক্ত চামড়ার জুতা পাক করার নিয়ম হলো, তিনবার ধৌত করতে হবে, প্রত্যেকবার ধৌত করার পর এতটা বিলম্ব করতে হবে যেন পানি টপকানো বন্ধ হয়ে যায়। এভাবে তিনবার ধৌত করতে হবে।
,
আর যদি উক্ত জুতা চামড়ার না হয়,বরং প্লাস্টিকের হয়, সেক্ষেত্রেও শুধু মাটিতে হাটার দ্বারা তাহা পাক হবেনা।
পানি দিয়ে ধুয়ে দিতে হবে,যাতে নাপাকির ঘ্রান,কোনো চিন্হ যেনো না থাকে।