জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রশ্নে উল্লেখিত আকীদা ছহীহ নয়।
এটি ভূল আকীদা।
কুরআন হাদীসের কোথাও এমন আকীদার কথা উল্লেখ নেই।
,
সুরা ত্বলাকের ১২ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ
اَللّٰہُ الَّذِیۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ وَّ مِنَ الۡاَرۡضِ مِثۡلَہُنَّ ؕ یَتَنَزَّلُ الۡاَمۡرُ بَیۡنَہُنَّ لِتَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ۬ۙ وَّ اَنَّ اللّٰہَ قَدۡ اَحَاطَ بِکُلِّ شَیۡءٍ عِلۡمًا ﴿۱۲﴾
আসমান এবং অনুরূপ যমীন, তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ; যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এবং জ্ঞানে আল্লাহ্ সবকিছু পরিবেষ্টন করে আছেন।
এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাঃ বলেনঃ
في كل ارض آدم كآدمكم و نوح كنوحكم و ابراهيم كابراهيمكم و عيسيٰ كعيساكم و نبي كنبيكم (فتح الباری 6/293)
সারমর্মঃ
প্রত্যেকটি জমিনে তোমাদের ন্যায় আদম আঃ আছেন,নুহ আঃ ইবরাহীম আঃ,ঈসা আঃ ও তোমাদের যমিনের ন্যায় আছেন।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ইবনে আব্বাস রাঃ এর এই কথা তার নিজস্ব বক্তব্য মাত্র,যেটি কোনো হাদীস গ্রন্থে পাইনি।
কোনল ছাহাবায়ে কেরাম তার এই বক্তব্যের সাথে একমত হননি।