আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
340 views
in ঈমান ও বিশ্বাস (Faith and Belief) by (3 points)
আসসালামু আলাইকুম। শায়খ আমার প্রশ্ন হচ্ছে, সাত জমিনে সাত নবী আছেন এটা কি সহীহ আকিদা না ভ্রান্ত আকিদা? একটা ভিডিও তে দেখলাম একজন ভাই বলছেন সাত জমিনে সাত জন ইব্রাহিম (আ) এবং অন্যান্য নবী ও রাসূল রয়েছেন। শায়খ এধরনের আকিদা কী সহীহ?

1 Answer

0 votes
by (559,410 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


প্রশ্নে উল্লেখিত আকীদা ছহীহ নয়।
এটি ভূল আকীদা।
কুরআন হাদীসের কোথাও এমন আকীদার কথা উল্লেখ নেই।
,
সুরা ত্বলাকের ১২ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ 

اَللّٰہُ الَّذِیۡ خَلَقَ سَبۡعَ سَمٰوٰتٍ وَّ مِنَ الۡاَرۡضِ مِثۡلَہُنَّ ؕ یَتَنَزَّلُ الۡاَمۡرُ بَیۡنَہُنَّ لِتَعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ عَلٰی کُلِّ شَیۡءٍ قَدِیۡرٌ ۬ۙ وَّ اَنَّ اللّٰہَ قَدۡ اَحَاطَ بِکُلِّ شَیۡءٍ عِلۡمًا ﴿۱۲﴾

আসমান এবং অনুরূপ যমীন, তাদের মধ্যে নেমে আসে তার নির্দেশ; যাতে তোমরা জানতে পার যে, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এবং জ্ঞানে আল্লাহ্ সবকিছু পরিবেষ্টন করে আছেন।

এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইবনে আব্বাস রাঃ বলেনঃ
في كل ارض آدم كآدمكم و نوح كنوحكم و ابراهيم كابراهيمكم و عيسيٰ كعيساكم و نبي كنبيكم (فتح الباری 6/293)
সারমর্মঃ 
প্রত্যেকটি জমিনে তোমাদের ন্যায় আদম আঃ আছেন,নুহ আঃ  ইবরাহীম  আঃ,ঈসা আঃ ও তোমাদের যমিনের ন্যায় আছেন।
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই,
ইবনে আব্বাস রাঃ এর এই কথা তার নিজস্ব বক্তব্য মাত্র,যেটি কোনো হাদীস গ্রন্থে পাইনি।
কোনল ছাহাবায়ে কেরাম তার এই বক্তব্যের সাথে একমত হননি। 


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...