বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
না, এ অবস্থায় হুরমত প্রমাণিত হবে না।
(২)
যেহেতু স্বপ্নে দেখেছেন,তাই পাপ হবে না।
(৩)
জ্বী,নিজের ইচ্ছা না থাকলে হুরমত হবে না।
(৪)
না,গোনাহ হবে না।যেহেতু তা ইচ্ছাকৃত হয়নি।
(৫)
চাদর শুকিয়ে গেলে সেখানে ঘুমিয়েও পরেরদিন নামায পড়া যাবে।
(৬) আপনার এ প্রশ্নটা আমরা বুঝিনি।
(৭)
জ্বী,হানাফি মাযহাব মতে কোনো ক্রীতদাস কোনো স্বাধীন মহিলাকে বিয়ে করলে এবং কোনো ধনী নারী অভিভাবকের অনুমতি ব্যতিত কোনো গরীব ছেলেকে বিয়ে করলে অবশ্যই যিনা ব্যভিচারের গোনাহ হবে।
(৮)
ইমাম আবু হানিফার ছাত্ররা ছিলেন,মুজতাহিদে মতলক পর্যায়ের আলেম।তথা তারা নিজদেরও মাযহাব তৈরী করার মত যোগ্যতা ছিল।কিন্তু তারা পৃথক মাযহাব তৈরী না করে বরং ইমাম আবু হানিফার মাযহাবেই কাজ করে গেছেন। ইমাম আবু হানিফার ছাত্ররা কোথায় আর আমরা কোথায়?
(৯)
জ্বী,ফযিলত আছে।নবীজিকে দেখার অর্থ হল,উনার আ'মল উন্নতির দিকে অগ্রসর হচ্ছে।