বিসমিল্লাহির রাহমানির
রাহিম।
জবাবঃ-
হাতের কোথাও নাপাক
লেগে গেলে শুধু ভালোভাবে ধুয়ে ফেললেই হবে; সাবান দেওয়া আবশ্যক
নয়।
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ
صلى الله عليه وسلم قَالَ " إِذَا اسْتَيْقَظَ أَحَدُكُمْ مِنْ نَوْمِهِ
فَلْيَغْسِلْ يَدَهُ قَبْلَ أَنْ يُدْخِلَهَا فِي وَضُوئِهِ، فَإِنَّ أَحَدَكُمْ
لاَ يَدْرِي أَيْنَ بَاتَتْ يَدُهُ ".
আবূ হুরায়রা (রহঃ)
থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন ঘুম থেকে জাগে তখন সে যেন উযূর পানিতে হাত
ঢুকানোর আগে তা ধুয়ে নেয়; কারণ তোমাদের কেউ
জাননা যে, ঘুমন্ত অবস্থায় তার হাত কোথায়
থাকে। (সহীহ বুখারী, ১৬৩)
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
১.পানি দিয়ে হাত
ভালোভাবে ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। সাবান ব্যবহার করা আবশ্যক নয়। তবে সাবান ব্যবহার
করা উত্তম।
২. শুধু পানি ঢেলে নাপাকির চিহ্ন পরিষ্কার করলেই পবিত্র
হয়ে যাবে। এই ক্ষেত্রে দুই হাত ব্যবহার করে সাবান দিয়ে পরিষ্কার করা জরুরি নয়।
৩. প্রশ্নোক্ত ক্ষেত্রে
সবকিছু নরমাল ভাবে গ্রহন করবেন অর্থাৎ উক্ত দরজায় হাত দিলে হাত নাপাক হবে না। তবে
যদি দরজার কোথাও দৃশ্যমান নাপাক লেগে থাকে তাহলে ভিন্ন কথা।