১।ওযুতে তিনবার গড়গড়া করে কুলি করতে হয়,এখন কুলি করার সময় একবার গড়গড়া করতে ভুলে গেলে বা কুলি দুইবার করলে ওযুতে কি কোন সমস্যা হবে।
২।ভুলে দুইবার নাকে পানি দিয়েছি,মুখ ধৌয়ার সময় খেয়াল হয়েছে;এখন কি ওযুতে সমস্যা হবে?
৩।মুখ তিনবার ধোয়ার ক্ষেত্রে, একবার যদি খিলাল করতে ভুলে যাই,তাহলে সমস্যা হবে?
৪।চামড়া কোন জিনিসে তরল নাপাকি লেগে শুকিয়ে গেলে,তিনবার ধুতে হবে এবং প্রত্যেকবার ধুয়ার পর পানি টপকানো বন্ধ পযন্ত অপেক্ষা করতে হবে।
কিন্তু যদি ভিজা থাকে,তাহলে কি শুধু একবার পানি ঢেলে দিলে হবে?
৫।বালতির সামান্য পানিতে তরল নাপাক পড়লে, সেই পানি ফেলে দিয়ে যদি আবার সমপরিমাণ পানি বালতিতে ঢালে ফেলে দেই, তাহলে কি বালতি পাক হবে?