আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
100 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (32 points)
হযরত/সম্মানিত,

১|মুসলিমরা ডান হাতে খায়,আর শয়তান বাম হাতে খায়।এখন কোন মুসলিম যদি উভয় হাতে খায় তাহলে তো সে (মুসলিম +শয়তান) হয়ে গেল,তাই নয় কি?আপনার মতামত কি?
২|কাঁচের প্লেটে খাবার খাওয়া কি বিলাসিতা?কারণ কাঁচের প্লেট তো সাধারণ প্লেট হতে দামি,এবং মানুষ এটি শখ করে কিনে।আপনার মতামত কি?
৩|সুন্দর জুতা কিনতে গেলে তো অনেক দাম,তাহলে এটা কি বিলাসিতা?আবার আল্লাহ তো সুন্দর ভালোবাসেন।

এটার সমাধা কি?

৪|কুরআনে বর্ণিত,মহিলা তাদের পাকে জোরে ফেলবেনা,যাতে করে তাদের গোপন সুন্দর্য প্রকাশ না পায়,এখানে আমার রব পায়ের সুন্দর্য দিয়ে কি বুঝাতে চাচ্ছেন?

আর জাহিলী যুগের মেয়েরা পা মাটিতে কিভাবে ফেলতো?

৫|দাইয়ূচ নিয়ে দুটি হাদীয় আছে,

যে খবর রাখে নাহ কে ঘরে আসলো গেলো,

আবার যে বউকে বেপর্দা বের হতে দেয়,

এই দুই হাদীস কোন কিতাবের কত নং,এবং হাদীস ২টি আমাকে বাংলায় দেন।

৬|কিতাবুল ফিতানের হাদীয়গুলো কি সব সহীহ?

বইটির তাহকিক যুক্ত মানে হাদীসটা সহীহ না জাল এমন উল্লেখ্য কোন আল ফিতান বই online এ নাই।

কারণ আল ফিতান বইটিতে হাদীসগুলো জাল নাকি সহীহ তা উল্লেখ্য নেই।

এমন কোন বই পাওয়া যাবে কি,যাতে উল্লেখ্য আছে?

থাকলে লিংক দিন।

৭|আল্লাহর ইচ্চা কত প্রকার?কি কি?

ইরাদা মানে কি?

ইরাদা কাউনিয়াহ মানে কি?

ইরাদা শারিয়িয়াহ মানে কি?

৮|মুসতাদরাক হাকীমে আছে,কুরসি হলো আল্লাহর তায়ালার দুটি পা রাখার জায়গা।এই হাদীসটা কি সহীহ?

হাদীসটা বাংলায় এবং আরবীতে আমাকে দিন।

আরো জানতে চাই, এই হাদীস দ্বারা প্রমাণিত হয় কি,যে আল্লাহর তায়ালার পা দুটি?নাকি আরো বেশী আছে?

৯|আশ শারীয়াহ কিতাবে আছে,আল্লাহ মুসা নবীর সাথে ১লাখ ৪০ হাজার বাক্য গোপনে বলেছেন।এই হাদীসটা কি সহীহ?

হাদীসটা বাংলা ও আরবী আমাকে দিন।

১০|আল্লাহ তায়ালা,নামের মানেটা কি?

তায়ালা মানে কি?

আল্লাহ সুবাহানাহুয়া তায়ালা মানে কি?

আল্লাহ জাল্লা শান হু মানে কি?

আল্লাহ আন ওয়াজাল্লাহ মানে কি?


আমার পরম রব আপনাকে উক্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য উত্তম প্রতিদান ও ধন্য করুক।

আল্লাহ আপনার প্রতি খুশি হোক।আমীন।

1 Answer

0 votes
by (671,200 points)
edited by
জবাব
بسم الله الرحمن الرحيم 


(০১)
হাদীস শরীফে এসেছেঃ 

عَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ : - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ . رَوَاهُ مُسْلِمٌ

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যখন কিছু খায়, তখন সে যেন ডান হাতে খায়। আর যখন পান করে তখন যেন ডান হাতে পান করে।
মুসলিম (২০২০)-১০৫, তিরমিযী ১৮০০, আবূ দাঊদ ৩৭৭৬, সুনানুন্ নাসায়ী আল কুবরা ৬৮৯০, মুসনাদে আহমাদ ৪৮৮৬, সহীহুল জামি‘৩৮৪, ৩৮৫; সিলসিলাতুস্ সহীহাহ্ ১২৩৬, মুসান্নাফ ‘আবদুর রায্যাক ১৯৫৪১, মুসান্নাফ ইবনু আবূ শায়বাহ্ ২৪৪৩৯, আস্ সুনানুল কুবরা লিল বায়হাক্বী ১৫০০৬।
,
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنِي أَبُو بَكْرِ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ جَدِّهِ ابْنِ عُمَرَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ، وَيَشْرَبُ بِشِمَالِهِ

ইবনু উমার (রাঃ) সূত্রে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কেউ খাওয়ার সময় যেন তার ডান হাতে খায় এবং যখন পান করে তখনও যেন তার ডান হাতে পান করে। কেননা শয়তান তার বাম হাতে পানাহার করে।
(আবি দাউদ ৩৭৭৬)
,
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
কেহ বাম হাতে খেলেই শয়তান হয়ে যায়না,বা উভয় হাতে খেলে তাকে মুসলিম+শয়তান বলা যাবেনা।
তবে এতে শয়তানের কাজের সাথে সদৃশ্যতা চলে আসে।
তাই নিষেধ।
,    
(০২)
কাঁচের প্লেটে খাবার খাওয়া বিলাসিতা নয়।
,
(০৩)
এটিও বিলাসিতা নয়।
তবে সামর্থের বাহিরে ক্রয় করা ঠিক হবেনা।
,
(০৪)
আয়াতের পূর্ণ অর্থ বা সুরা আয়াত নং উল্লেখ করলে ভালো হয়।
,
(০৫)
প্রথম হাদীসঃ
হাদীস শরীফে এসেছে :

اَلدَّيُّوْثُ هُوَ الَّذِيْ لَا يُبَالِيْ مَنْ دَخَلَ عَلٰى أَهْلِهِ

বেহায়া হলো সে ব্যক্তি যে, তার পরিবারের নিকট কে প্রবেশ করল এ ব্যাপারে ভ্রুক্ষেপ করেনা। [বায়হাক্বী, শু‘আবুল ঈমান ১০৮০০]।


★২য় হাদীস হুবহু পাইনি।
তাবে তার কাছাকাছি অর্থে হাদীস শরীফে এসেছেঃ
,   
রাসূল (ﷺ) বলেছেন :
اَلدَّيُّوْثُ الَّذِي يُقِرُّ فِي أَهْلِهِ الْخَبَثَ
এমন বেহায়া, যে তার পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়। [আহমাদ ৫৩৭২, ৬১১৩]।

অন্য বর্ণনায় এসেছে :
اَلدَّيُّوْثُ الَّذِي يُقِرُّ السُّوْءَ فِيْ أَهْلِهِ
এমন বেহায়া, যে তার পরিবারের অশ্লীলতা ও খারাপ কর্মসমূহ মেনে নেয়।

(০৬)
সব গুলো ছহীহ নয়।
,
না সে সম্পর্কে জানা নেই।
,
(০৭) 
আল্লাহর ইচ্ছা (ইরাদাহ)  দু’প্রকার
,
১. ইরাদাহ কাওনীয়া (সৃষ্টিগত ইচ্ছা)
২. ইরাদা শারঈয়া (শরী‘আতগত ইচ্ছা)
আল্লাহর যে ইচ্ছা সৃষ্টি করার সাথে সম্পৃক্ত তাই ইরাদাহ কাওনীয়া। আর যে ইচ্ছা ভালোবাসার সাথে সম্পৃক্ত তাকে ইরাদাহ শারঈয়া বলা হয়। অর্থাৎ আল্লাহ তা‘আলা কোনো জিনিসকে ভালোবেসে যে ইচ্ছা পোষাণ করেন তাকে ইরাদাহ শরঈয়া বলা হয়। 

(০৮)
ইবনে আবি শায়বা (রহ.) তাঁর ‘সিফাতুল আরশ’ নামক গ্রন্থে এবং হাকিম (রহ.) তাঁর ‘মুসতাদরাক’ গ্রন্থে সহ অনেক কিতাবেই এসেছেঃ

عن ابن عباس ـ رضي الله عنهما ـ أنه قال: الكرسي موضع القدمين، والعرش لا يقدر أحد قدره. رواه ابن خزيمة في التوحيد، وابن أبي شيبة في العرش، والدارمي في الرد على المريسي، وعبد الله ابن الإمام أحمد في السنة، والدارقطني في الصفات، والبيهقي في الأسماء والصفات، والحاكم في المستدرك، وصححه على شرط الشيخين، ولم يتعقبه الذهبي، وصححه الألباني في مختصر العلو، وأحمد شاكر في عمدة التفسير.

 সাঈদ বিন জুবাইরের সূত্রে ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণনা করেছেন, কুরসি হলো মহান আল্লাহর কুদরতি কদম (পা) মুবারক রাখার স্থান।

হাদীসটি ছহীহ।
তাফসিরে আহসানুল বায়ানে আছেঃ
মহান আল্লাহর গুণাবলীর ব্যাপারে মুহাদ্দেসীন ও সালফে-সালেহীনদের নীতি হল, তাঁর গুণগুলি যেভাবে কুরআন ও হাদীসে বর্ণিত হয়েছে, সেগুলির কোন অপব্যাখ্যা ও ধরন-গঠন নির্ণয় না করে তার উপর বিশ্বাস স্থাপন করা। কাজেই এটাই বিশ্বাস করতে হবে যে, এটা সত্যিকারের কুরসী যা আরশ থেকে পৃথক বস্তু (এবং সঠিক মতে তা আল্লাহর পা রাখার জায়গা)। তার ধরন ও আকৃতি কেমন এবং তাতে মহান আল্লাহ কিভাবে আসীন হন, তা আমরা বর্ণনা করতে পারব না। কেননা, তার অর্থ আমাদের জানা; কিন্তু তার প্রকৃতত্ব আমাদের কাছে অজানা।

(০৯)
এ মর্মে কোনো হাদীস পাইনি।

(১০)
আল্লাহ মানে প্রভু,স্রষ্টা।
,
তায়ালা মানে মহান।
تَعَالَى (تَعَالِي) [علو]
[তা'আলা] মানে
উঁচু হওয়া,উচ্চ হওয়া,বড় হওয়া,ঊর্ধ্বে হওয়া,শ্রেষ্ঠ হওয়া,মহান হওয়া।
,

[সুব্হানাহু ওতায়ালা]
 আল্লাহ কত মহান! আল্লাহ কত পবিত্র!
,
জাল্লা শানুহু মানে তার মর্যাদা অনেক উঁচু।
.
جَلَّ [ض] (جَلَال ، جَلَالَة)
[জাল্লা,জালালাহ,] ও জাল্লাহ মানে
বড় হওয়া,মহান হওয়া,মহিমান্বিত হওয়া,বয়স্ক হওয়া।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...