ঘটনা ১-: পবিত্র কোরআন শারীফে আমাদের প্রিয় মহান আল্লহ তা'য়ালা বলেছেন, "তোমরা বিয়ে করলে,, রিজিকের প্রশস্ততা দিয়ে দিবো"।
ঘটনা ২-: আমাদের প্রিয় রসুল (সা:) বলেছেন, "সামর্থ্য থাকলে বিয়ে করো,,আর সামর্থ্য না থাকলে সাওম পালন করো"।
ঘটনা ৩-: আবার অন্যান্য হাদিস শারীফের দিকে লক্ষ্য করলে দেখা যায়, " অনেক সাহাবা (রা:)-দের বিয়ের সামর্থ ছিলো না। কারোও কারোও পড়নের শুধু ১ টি লুংগি ছিলো আর কোনো সম্পদ নাই। এরকম আরোও অনেক হাদিস শারীফ আছে যেগুলা তাহকিক করলে বুজা যায় যে, "কিছু সাহাবা (রা:) দের মোটেই সম্পদ ছিলো না,,অথচ রসুল (সা:) নিজে, ঐ সাহাবীদের (রা:) বিয়ে করিয়ে দিছেন"।।
ঘটনা ৪-: আপনাদের ওয়েবসাইট এ কয়েক প্রশ্নের উত্তর পড়ে দেখলাম,, "যারা রুজি ১ টাকাও করতে পারে না,,তাদের উপর বিয়ে করা জায়েজ নেই"
প্রশ্ন জাগে,-- যদি জায়েজ না হয়,,তাহলে উপরে বর্নিত ঘটনা ১ ও ঘটনা ৩ এই ব্যাখ্যা দ্বারা কি তাহকিক বুজানো হয়েছে। অনেক সাহাবা দের তো নিজের পড়নের কাপড় ছাড়া আর কিছুই ছিলো না,,তাহলে তাদের বিয়ে তো জায়েজ ছিলো। কিন্তু বর্তমানে জায়েজ না কেন?
উপরের (ঘটনা ১ ও --ঘটনা ৩-- ও ঘটনা ২) সব ঘটনা শারীফের তাহকিক কি?
যদি আমাদের রুজি তথা স্ত্রীর ভরণপোষণ এর দায়িত্ব না দিতে পারি তাইলে আপনারা বললেন 'বিয়ে করা মাকরুহ আরেক জায়গায় বলেছেন জায়েজ নাই'' --- তাইলে কিছু সাহাবী (রা:) উনাদের মোটেই সামর্থ্য ছিলো না,,তাইলে উনাদের (রা:) জায়েজ হলে আমাদের জায়েজ কেন হবে না?
সবগুলার তাহকিক কি?