আমি আপনাদের
https://ifatwa.info/21857/?show=21857#q21857 নং ফতোয়াতে
দেখি যে ৮ রাকাত নফল নামায পড়া জায়েজ,রাতে বেলায়।
কিন্তু সমস্যা হলো,
এখানে হাদীসগুলো বেতর সলাত বিষয়ে বর্ণনা করছে।
নবী রাতে ৯ রাকাত /৭রাকাত বেতর পড়তেন,এটাই
আমি চাইছিলাম ৮ রাকাত নফল সলাত আদায় করা যাবে কিনা?
আমি সন্দেহ করি যে ৮ রাকাত নফল সলাত যদি বিদআত হয়ে যায়,মানে ১ সালামে ৮ রাকাত নামায যদি বিদআত হয়ে যায়?
তবে নবীতো কোন নির্দেশ দেয়নি যে এত এত রাকাত নফল পড়।
সুতরাং আমি দলিল সহ জানতে চাই যে
১ নিয়ত বা সালামে ৮ রাকাত নফল সলাত রাতে পড়া জায়েজ কিনা?
এটাতো আমায় সমস্যায় ফেলেছে,
আল্লাহর ওয়াস্তে আমায় সাহায্য করুন।