জবাব
بسم الله الرحمن الرحيم
উত্তম হলো জন্মের পর পরেই গোসল বা গা মুছিয়ে দিয়ে তার কানে আযান ইকামত দেওয়া।
(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ ৫/৪৫৭ ঢাবিল)
গোসল দেওয়া বাধ্যতামূলক নিয়ম নয়।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي عَاصِمُ بْنُ عُبَيْدِ اللَّهِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِيهِ، قَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ
উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, ফাতিমাহ (রাঃ) যখন আলী (রাঃ)-এর পুত্র হাসান (রাঃ)-কে প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে সালাতের আযান ন্যায় আযান দিয়েছিলেন।
(আবু দাউদ ৫১০৫.তিরমিজি)
,
আপনি চাইলে জন্মের পর পরেই গোসল করাতে পারেন,চাইলে পরেও করাতে পারেন।
কোনো সমস্যা নেই।
এক্ষেত্রে কোনো নিয়ম নেই।
,
★★নবজাতকের চুল সমপরিমাণ রৌপ্য দান করার ব্যাপারে হাদিস বর্ণিত।
এই আমল করতে পারেন।
হাদীসটি হল, আলী রা. বলেন:
” عقّ رسول الله – صلى الله عليه و سلم – عن الحسَن بشاةٍ و قال يا فاطمة احلقي رأسه و تصدقي بزنةِ شعره فضّةً
“আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাসানের পক্ষ হতে ছাগল আক্বীকা করেন এবং ফাতেমা রা. কে বলেন: তার মাথা মুণ্ডন করে দাও এবং চুলের ওজন বরাবর রৌপ্য সদকা করে দাও।”
[তিরমিযী, অধ্যায়, আযাহী, হাদীস নং ১৫১৯।