আমার প্রসাবের পর আমি বেশ কিছুক্ষন ধরেই ঢিলা, কুলুখ ব্যবহার করি, কিন্তু এখন প্রায়ই দেখা যাচ্ছে যে , প্রসাবের প্রায় ৩-৪ মিনিট পরেও হালকা দু এক ফোটা বের হচ্ছে। এর জন্য সন্দেহে পড়ে যাচ্ছি এবং একসাথে মনে হচ্ছে ৩-৪ টা জামাকাপড় সবই নাপাক নাপাক লাগতেছে, একপ্রকার ওয়াসওয়াসার মধ্যে পড়ে গেছি।
এক্ষেত্রে করনীয় কি? এক দিরহাম পরিমান এর যদি বেশিই হয় তাহলে তো কাপড় চেঞ্জ করতে হবে, কিন্ত আমার প্রায়সময়ই মনে হচ্ছে এক দিরহামের বেশি বের হচ্ছে। এক্ষেত্রে নামাজ এবং কুরআন তেলাওয়াত করা যাবে কি? ওইসব কাপড় পরিধান করে??