ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) স্যালাইন দিলে হাতে সুচ ও স্যালাইন পাইপ থাকলে, অজুর সময় যথাসম্ভব উক্ত সূচ ও স্যালাইন পাইপ এর উপর মাসেহ করে নিলেই হবে।
মহামারি-তে মৃত্যুবরণ কারী কি শাহাদতের মর্যাদা পাবে?
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الشُّهَدَاءُ خَمْسَةٌ: المَطْعُونُ، وَالمَبْطُونُ، وَالغَرِقُ، وَصَاحِبُ الهَدْمِ، وَالشَّهِيدُ فِي سَبِيلِ اللَّهِ "
আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, পাঁচ প্রকার মৃত শহীদ—মহামারিতে মৃত, পেটের পীড়ায় মৃত, পানিতে ডুবে মৃত, ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত এবং যে আল্লাহর পথে শহীদ হলো। (সহিহ বুখারি, হাদিস : ২৮২৯)
হ্যা, ডায়রিয়াতে কেউ মারা গেলে সে শহীদের সওয়াব পাবে। তার কবরে আযাব হবে না।
(৩) আপনারা বোন কয়জন? সেটা আমাদের কে বলতে হবে?
(৪) ইসলাম এ সম্পর্কে নিরব। তবে কুরআন হাদীসের বাহ্যিক আলোচনা দ্বারা আমরা বুঝতে পারি যে, আল্লাহ তা’আলার জন্য সবকিছুই সম্ভব ।
(৫) না, নাই।
(৬)
"আনহা"- একজন স্ত্রীলোকের ক্ষেত্রে ।
"আনহুমা"/ দুই জন পুরুষ লোক ও দুই জন স্ত্রীলোকের ক্ষেত্রে ।
"আনহু"- সকল বা অনেক পুরুষলোকের ক্ষেত্রে প্রযোজ্য।
(৭)
আপনি আপনার খালাকে জিজ্ঞাসা করুন। তিনি কি টাচ করেছেন? তিনি টাচ না করলে আপনি তাদেরকে ফোন দিয়ে বলেন যে, টাচ করা হয়নি। এভাবে অনুমান করে কথা বলা কখনো উচিৎ হয়নি।এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান। এবং টাচ করা হয়ে গেলে অবশিষ্ট মূল্য তাদেরকে ফিরত দিন।বা তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিন।