আসসালামু আলাইকুম!!!
আমি একটা অনলাইন জবে কিছু দিন ধরে যুক্ত হই,,কাজটা ড্রেস সেল এবং ঐ গ্রুপে মেম্বার এডের! এর প্রসেসিং টা এমন যে একটা নির্দিষ্ট পরিমান এড ফি দিয়ে এড হতে হয় তারপর ড্রেস সেল করতে হয় আর ঐখানে নিউ মেম্বার এড করতে হয়!মেম্বার এড করা বাধ্যতামূলক না কিন্তু করলে এটার জন্য একটা নির্দিষ্ট পরিমান টাকা দেয়া হয়!তারপর ড্রেস সেল এর উপরে ও একটা নির্দিষ্ট পরিমান টাকা দেয়া হয়!মূলত এ দুইভাবে(মেম্বার এড করে,ড্রেস সেল করে) ইনকাম হয় এখান থেকে! ১)আমি জানতে চাচ্ছি এই কাজটা কি হালাল হচ্ছে আমার জন্য? ২) যে টাকা আমি পাই তা কি আমি খরচ করতে পারবো? আর কিছু বিষয় হচ্ছে যে এখানে যেহেতু ড্রেস সেল হয় তো ঐখানে মেয়েদের ড্রেস পড়া অবস্থায় ছবিও থাকে কিন্তু আমি ঐসব ছবি ব্যবহার করি না বা যাদের এড করাই তাদেরও না করি ঐসব ছবি ব্যবহার করতে,,আমরা শুধু ড্রেস এর ছবি দিয়ে সেল পোস্ট করার চেষ্টা করি! তবে এই বিজনেসের জন্য ফেসবুকে বিভিন্ন buy and sell group এ এড হতে হয় যেখানে অন্য রা বেপর্দা ছবি ব্যাবহার করে!কিন্তু আমরা করি না আলহামদুলিল্লাহ! আমরা মূলত একটা messenger group এ এড হয়ে কাজ করি,,যেখানে শুধু মেয়েরাই আছেন,,এবং আমরা যে মেম্বার এড করি খুঁজে তারাও মেয়েই!কিন্তু আমরা যাদের জন্য কাজ করি বা যাদের প্রোডাক্ট গুলো সেল করি তাদের ২টা ফেসবুক পেইজ/গ্রুপ আছে আর সেটা পাবলিক গ্রুপ,, ছেলে মেয়ে সবাই যুক্ত আছে এবং সেখানে তারা বেপর্দা ছবি দিয়েও সেল পোস্ট দেয়! কিন্তু আমরা যারা messenger এ সেলার হিসেবে এড হই আমরা এরকম ছবি দেই না! আমি জানি না বিষয়টা ক্লিয়ার বলতে পারছি কিনা! কিন্তু এই ইনকামটা নিয়ে আমার চিন্তা হচ্ছে! এটা দিয়ে আমি মাদ্রাসার বেতন চালাতে চেয়েছিলাম!এই কাজটা আমার জন্য হালাল নাকি হারাম জানতে পারলে সস্তি পেতাম!