আসসালামু 'আলাইকুম।
আগের প্রশ্ন অনেক এডিট করা হয়েছে যাতে প্রসংগ বদলে গেছে এজন্য নতুন করে করা।
বিয়ের আগে আমার স্ত্রী সাথে বেশ কয়েকটি পরামর্শ /চুক্তি/কমিটমেন্টে আসি যার কারণে আমার স্ত্রী বিয়েতে রাজী হয়,আমিও হই কিন্তু বিয়ের আকদ অনুষ্ঠানে ইজাব কবুলে সেসব উল্লেখ করাছিল না,আমরা আসলে জান্তাম্না উল্লেখ করতে হয়।বিয়ে পরবর্তীতে সেসব চুক্তি/কমিটমেন্ট অনেক গুলাই নষ্ট হয়েছে,আমার স্ত্রী মাঝে মাঝে বলত ইশ আগে জানলে বিয়ে করতাম্না,পরবর্তীতে অবশ্য আমরা একে অপরকে নিয়ে সুখী এবং আলহামদুলিল্লাহ একটা ভাল সম্পর্ক বিদ্যমান।তবে গতরাতে সে জানায় যে সেত এসব জান্ত না তাই বিয়ে আবার নতুন করে করবে এবং বারবার বলতে থাকে জোর করতে থাকে শর্ত দিবে
,১,তার বেচে থাকাবস্থায় দ্বিতীয় বিয়্ব করা যাবেনা,২,ইলম অর্জন করতে দিত্ব হবে,৩ গায়রে মাহরামের সাথে মিশতে বাধ্য করা যাবেনা।
ও বলছে তাকে নাকি ঠকানো হয়েছে সে শর্তের ব্যাপারে জানত না।বিয়ে যা পড়াইসে তারাও কিছু বলেনি।অথচ উনাদের বিয়ের মজলিসে,আসার আগেও আমরা দুজন এই বিষয়ে কথা বলেছি,যাইহোক সে যেকোনো মূল্যে এটা করতে চায়,এক তালাক দিয়ে ফিরিয়ে না নিয়ে পড়ে নতুন করে বিয়ে করে হলেও,সে জান্তনা সে বলে সে মজলুম,সে বিচার চায়,তাকে আনার বিয়ে ও শর্ত এড করার সুযুগ দিতে হবে অবশ্যই,অধিকার ক্ষুন্ন হওয়াতে,সে স্টেপ নিবে,কিন্তু আমি এসব করতে চাইনা,আমি এম্নিতেও তার এসব শর্তে রাজী,কিন্তু আমি কোনো খোলা তালাক/এক তালাকে যেতে চাইনা,কোনো লিখিত শর্তেওনা।
উল্লেখ্য আমি বলেছি,নতুন করে কিছু করতে হবেনা,আর আমি এম্নিতেও এই তিন শর্ত এ রাজী,নতুন বিয়ে ছাড়াই।
বিয়ের কোনো সমস্যা হবে?
২ তার কথা রাখার জন্য করণীয় কি এখন? উল্লেখ্য বিয়ে ওয়ালী ছাড়া করা ছিল।আর তাকে তালাকের অধিকার দেয়া ছিলনা।শেষ অব্দি আমার স্ত্রী প্রেশারে আমি আপনাদের কাছে জিজ্ঞাস করলাম,মহান আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছেন আপনাদের তা থেকে আমাদের জানান ইন শা আল্লাহ