ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(০১)
তাসবীর বা ফটো হারাম।এ সম্পর্কে অসংখ্য হাদীস রয়েছে।
হযরত আব্দুল্লাহ ইবনে উমর(রা.)থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানায়, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে বলা হবে,যা তোমরা বানিয়েছ তাতে জীবন দাও।[সহীহ বুখারী-৫৯৫১]
★প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি এ্যাড ঢেকে রেখে দেখলেও বাদ্য বাজনা যেহেতু আছেই,তাছাড়াও যেহেতু হারাম বস্তুর মাধ্যমেই আপনার ইনকাম হচ্ছে,তাই এই ইনকাম জায়েজ নেই।
আরো জানুনঃ
(০২)
আপনার জন্য শতকরা হারে লভ্যাংশ নির্দিষ্ট করতে হবে।
এভাবে টাকা নির্দিষ্ট করা যাবেনা।
তাই প্রশ্নে উল্লেখিত পদ্ধতি জায়েজ নয়।
বিস্তারিত জানুনঃ