ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) রান্না করা খাবারে পোকা পড়ে গেলে, পোকা ফেলে দিয়ে খাওয়া যাবে।
(২) রান্না করতে থাকা অবস্থায় চুলার উপর রান্না হতে থাকা খাদ্যের পাতিলে পোকা পড়ে গেলে সাথে সাথেই পোকাকে বাহিরে ফেলে দিতে হবে। আর সিদ্ধ হয়ে গেলেও উক্ত পোকাকে বাহিরে ফেলে দিয়ে খাবার গ্রহণ করা যাবে।
(৩) বাচ্চা সামনে চলে আসবে জেনেও তাকে পাশে নিয়ে সলাতে দাঁড়ানো যাবে। সলাত আদায় করছে না এমন অন্য কেউ বাচ্চা কে সামনে আসতে দেখলে যদি না সরায় তবে সে গোনাহ গার হবে না। কেননা রাসূল সাঃ হযরত হাসান হুসাইন রাযি কে নিয়ে নামায আদায় করেছেন। এবং তারা নামাযে খেলা করত।
(৪) ছোট বাচ্চা কোলে নিয়ে সলাত আদায় করা যাবেনা।
(৫) ঘোড়[র উপর ইশারার মাধ্যমে নামায আদায় করেছেন।
(৬)কোন ওয়াক্তের শেষ ২/৩ মিনিট বাকি আছে এমন অবস্থায় সলাতে দাঁড়ালে, সেই সলাত শেষ হবে পরবর্তী ওয়াক্তে। এই অবস্থায় উক্ত ওয়াক্তের সলাত আদায় হয়ে গেছে বলে ধরে নেয়া হবে।
(৭) ফরয গোসল করার পর যদি দেখা যায় যে, ওয়াক্ত চলে গেছে, তখন কাযা পড়া হবে।
(৮) শেষ বৈঠক ফরয। সুতরাং শেষ বৈঠক না করলে নামাযই হবে না। বরং নামাযকে দোহড়াতে হবে।