ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
অমুসলিম বা ফাসিকের সাথে যৌথ ব্যবসায় জড়িত হওয়া নাজায়েয নয়।যেমন হাদীসে বর্ণিত রয়েছে,
عن عبد الله بن عمر رضي الله عنهما قال : أعطى رسول الله صلى الله عليه وسلم " خيبر " اليهود أن يعملوها ، ويزرعوها ، ولهم شطر ما يخرج منها .
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাযি থেকে বর্ণিত রয়েছ,রাসূলুল্লাহ সাঃ বর্ঘাচাষের ভিত্তিতে ইহুদিদেরকে খায়বারের জায়গা দিয়েছিলেন।(সহীহ বুখারী-২৩৬৬)(শেষ)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
মুসলিমের জন্য উচিৎ কোনো মুসলিমের কাছে তার মালপত্র বিক্রি করা।বিশেষকরে অমুসলিম তথা হিন্দুদের ধর্মীয় উৎসবে সহযোগিতা হয় এমন কোনো জিনিষ বিক্রি না করা।
যদি কোনো মুসলমান অমুসলিমের নিকট পুজায় বলিদানের জন্য ছাগল বিক্রি করে,তাহলে এ সম্পর্কে উলামাদের দু-রকম মূলনীতি পাওয়া যায়। অর্থাৎ কেউ বলেন জায়েয আবার কেউ বলেন নাজায়েয। যেহেতু মুসলিম সে টাকার বিনিময়ে এখানে ছাগলকে বিক্রি করছে,তাই ছাগলের বিনিময় তার জন্য হারাম হবে না।এবং এ মতটাই যুক্তিযুক্ত ও গ্রহণীয়।