আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
১. আল্লাহর রাসুল (সাঃ) বলেছেন," যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাশর হবে।" একথা জানার পরেও যদি কোন মুসলিম, কাফের খেলোয়ার বা মানুষকে ভালোবাসে কিন্তু সে জানে এটা নিষিদ্ধ তাহলে তার কবিরা গুনাহ হবে না? আর সে এই কাজকে হালাল মনে করলে কুফরি হবে? কিন্তু নিষেধ ও হারাম হওয়া সত্ত্বেও কেউ সেই কাজ করলেও সেটা কুফরি হয় না কেন? কেননা, এতে মন থেকে হারাম কে হারাম মানা হলেও, কাজের মাধ্যমে ত সেটা অস্বিকার বোঝাচ্ছে.
২. হারাম কাজের জন্য বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ ইত্যাদি বলা নাজায়েজ। তাহলে কারো ইনকাম হারাম হলে সে খেতে বসলে বিসমিল্লাহ, খাওয়া শেষ এ আলহামদুলিল্লাহ ইত্যাদি বললে কি গুনাহ হবে না কুফরি হবে?
৩. শিক্ষক যদি পড়ার ফাঁকে ছাত্র ছাত্রী দের আনন্দ দেয়ার জন্য একটু জাদু (কালো জাদু নয়) দেখায় সেটা কি নাজায়েজ? আর এতে শিক্ষা হারাম হবে এরকম কিছু?