বিসমিহি তা'আলা
জবাবঃ-
মানুষ মারা যাবার পর তার পূর্ণ সম্পত্তিকে শরীয়তের ঐ সমস্ত মূলনীতির আলোকে বন্টন করা হয়,যা সরাসরি কুরআন-সুন্নাহ দ্বারা প্রমাণিত।এ সম্পর্কে কিয়াসের কোনো অনুপ্রবেশ নেই।
সুতরাং মূলনীতি হলো,
মানুষ মারা যাবার পর,তার মেয়ে জীবিত থাকলে,সে অর্ধেক(২÷১) সম্পত্তির মালিক হবে।
মৃত ব্যক্তির সন্তান থাকলে, স্ত্রী আট ভাগের এক ভাগ(৮÷১)সম্পত্তির মালিক হবে।
মৃত ব্যক্তির সন্তান এবং ভাইবোন থাকাবস্থায় মা পাবেন,ছয় ভাগের এক ভাগ(৬÷১)সম্পত্তি।
বোনদের সাথে ভাই থাকায় ভাই বোন সবাই আসাবা হয়ে যাবেন।আর আসাবা হিসেবে তিনবোন এবং এক ভাই অবশিষ্ট সকল সম্পত্তির মালিক হবে।ভাই যা পাবে,বোন তার অর্ধেক পাবে।
ঐ জীবিত ভাইয়ের মেয়ে মাহরুম তথা কিছুই পাবেন না।এবং মৃত ভাইয়ের দুই ছেলে ও এক মেয়ে, তারাও মাহরুম হবেন।
সুতরাং ঐ মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তিকে ২৪ভাগে ভাগ করে,
মেয়েকে দয়া হবে-১২ভাগ
স্ত্রীকে দেয়া হবে-৩ভাগ
মাকে দেয়া হবে -৪ভাগ
ভাইকে দেয়া হবে -২ভাগ
তিন বোন কে দেয়া হবে এক এক করে সর্বমোট-৩ভাগ।
উপরোক্ত ব্যক্তিবর্গরাই সম্পত্তি পাবে।আর অবশিষ্ট ব্যক্তিবর্গরা উক্ত মৃত ব্যক্তির সম্পত্তি থেকে মাহরুম হবেন।
ফারাঈয সম্পর্কীয় মাস'আলা স্থানীয় কোনো দারুল ইফতা থেকে গ্রহণ করাই উচিৎ।
আল্লাহ-ই ভালো জানেন।
উত্তর লিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, IOM.