শরীরের অবাঞ্চিত লোম যেমন নাভীর নিচের লোম ইত্যাদি কি পার্মানেন্টলি রিমুভ করা হালাল? এটা করা কি উচিত? অনেক অনলাইন পেজ বর্তমানে এই ধরনের সিরাম বা পণ্য বিক্রি করে। সেগুলো দেখে এই প্রশ্ন মনে জাগলো। তাই এটা জানতে চাই। উত্তর জানতে পারলে উপকৃত হবো। বর্তমানের সাথে অতীতের জীবন যাত্রার ধরণ ভিন্ন। তাই নতুন নতুন অনেক কিছু দেখছি, কিন্তু কি কি করা শরীয়াহ সম্মত তা জানা থাকলে ইসলাম পালনে সুবিধা হবে ইনশাআল্লাহ। দয়া করে উত্তর জানাবেন।