বিসমিল্লাহির রাহমানির রাহিম
উত্তর
আপনি যদি নামাজে দাঁড়াতে দাঁড়াতে দেখেন সূর্যোদয় শুরু হয়ে গেছে, তাহলে সে সময় নামাজে দাঁড়াবেন না। বরং সূর্যোদয়ের পর ফজরের নামাজ আদায় করে নিবেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় নামাজ পড়তে নিষেধ করেছেন। কেননা এ সময় তা শয়তানের দুই শিংয়ের মাঝে উদিত হয়। এসময় কাফেররা তাকে সেজদা করে। (সহিহ মুসলিম : ৬১২)
আল্লাহ তাআলা চাইলে ঘুমে বিভোর থেকে নামাজের সময় পার হয়ে যাওয়া মানুষের অনুতাপের নামাজ মূল ওয়াক্তের নামাযের মত কবুল করতে পারেন। সূর্যোদয় সম্পন্ন হতে ১৮ থেকে ২০ মিনিটের মত সময় লাগে। তাই ফজরের ওয়াক্ত শেষ হওয়ার ২০ মিনিট পর ফজরের নামাজ আদায় করলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা ভালো জানেন।
উত্তর প্রদান
মুফতি মুহাম্মাদ মাহবুবুল হাসান
ফাতওয়া বিভাগ, IOM