বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)রাতে স্বপ্নদোষ হলে বিছানায় হয়তো নাপাক লাগতেও পারে আবার নাও লাগতে পারে। সুতরাং দিনের বেলায় যদি বিছানা চাদর শুকনা থাকে, এবং বিছানায় কোনো দাগ পরিলক্ষিত না হয়, তাহলে চাদরকে ধৌত করতে হবে না।
(২)যেহেতু আপনি বিছানা চাদরের উপর নামায পড়েন না, তাই বিছানা চাদর পাক নাপাক হওয়ার উপর আপনার নামাযের বিশুদ্ধতার নির্ভর করবে না। বিছানা যদি এত গাঢ় হয় যে, কপালে খাটের শক্ততা অনুভূত হয় না, তাহলে ঐ বিছানায় আপনার নামায হবে না।
(৩)নাপাকি সম্ভলিত শুকনো বিছানার উপর যদি কেউ বসে তাহলে তার বিছানা নাপাক হবে না।
(৪) নাপাক কাপড় কাচার সময় যদি কাপড় কাচার পানির ছিটা গায়ে লাগে, তবে সেটা নাপাক। সুতরাং তখন কাপড় বা শরীরকে ধৌত করতে হবে।
(৫) নাপাক কাপড় হাত দিতে কাচার শেষে অন্য কিছু ধরার আগে হাতকে তিনবার ধৌত করে নিতে হবে।কাপড় পরিস্কার করে ভেজা কাপড়ে হাত দেয়ার পর আর হাত ধৌত করার প্রয়োজনিয়তা নাই।
(৬) কাপড়ের নাপাক শুকিয়ে যাবার পর কাপড়ের উপর যদি খাতার পৃষ্ঠা পড়ে বা বই রাখা হয়, তাহলে সেটা নাপাক হবে না। হ্যা, শুকনো নাপাক ভিজলে তা আবার নাপাক হয়ে যাবে। এবং ভিজা হাত দ্বারা যদি ঐ কাগজকে ধরা হয়, তাহলে ঐ কাগজ নাপাক হবে না।