আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
273 views
in পবিত্রতা (Purity) by (48 points)
edited by
১৷ রাতে স্বপ্নদোষ হলে বিছানায় হয়ত নাপাক লাগতে পারে ঘুমের মধ্যে। দিনের বেলায় যদি বিছানার চাদর শুকনা এবং কোন দাগ না দেখা যায়৷ তবুও কি চাদর ধুয়ে দিতেই হবে?
আমি কয়েক জায়গায় পড়েছি, নাপাক শুকিয়ে কিছু দেখা না গেলেই নাকি আর সমস্যা হবে না, এটা কি সত্যি! বাসা-বাড়িতে বারবার এভাবে চাদর ধুতে দেয়া আসলে পরিবারের সবার কাছে খুব দৃষ্টিকটু ব্যাপার হয়ে দাড়ায়।

২৷ আমি খাটের উপর বিছানার চাদরে নামায পড়ি না, তাও কি ধুয়ে দিতে হবে?

৩৷ এ শুকনো বিছানার পরে যদি অন্য পবিত্র কাপড় পরে বসি বা ঘুমায়, সেগুলোও কি নাপাক হয়ে যাবে? সেগুলোও ধুতে হবে? হাত লাগলেও নাপাক হবে?

৪৷ নাপাক কাপড় কাচার সময় যদি কাপড় কাচার পানির ছিটা গায়ে লাগে, তবে সেটা কি নাপাক! করণীয় কি ধুয়ে দিতে হবে?

৫৷ নাপাক কাপড় হাত দিতে কাচার শেষে অন্য কিছু ধরার আগে কি হাত সাবান দিয়ে ধুয়ে নেয়া প্রয়োজন? কিংবা কাপড় পরিস্কার করে ভেজা কাপড় নাড়বার পরে আবার হাত ধুতে হবে?

৬। কাপড়ের নাপাক শুকিয়ে যাবার পর কাপড়ের পরে যদি খাতার পৃষ্ঠা পড়ে বা বই রাখা হয়, তাহলে সেটাও কি নাপাক হবে? এতে কি সমস্যা হবে! কাগজ কি ফেলে দিতে হবে? আর শুকনো নাপাক ভিজলে কি আবার নাপাক হয়! তবে যদি ভেজা হাত দিয়ে ঐ কাগজ ধরি, তবে কি হাত নাপাক হবে?

1 Answer

0 votes
by (590,550 points)
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)রাতে স্বপ্নদোষ হলে বিছানায় হয়তো নাপাক লাগতেও পারে আবার নাও লাগতে পারে। সুতরাং দিনের বেলায় যদি বিছানা চাদর শুকনা থাকে, এবং বিছানায় কোনো দাগ পরিলক্ষিত না হয়, তাহলে চাদরকে ধৌত করতে হবে না। 
(২)যেহেতু আপনি বিছানা চাদরের উপর নামায পড়েন না, তাই বিছানা চাদর পাক নাপাক হওয়ার উপর আপনার নামাযের বিশুদ্ধতার নির্ভর করবে না। বিছানা যদি এত গাঢ় হয় যে, কপালে খাটের শক্ততা অনুভূত হয় না, তাহলে ঐ বিছানায় আপনার নামায হবে না। 
(৩)নাপাকি সম্ভলিত শুকনো বিছানার উপর যদি কেউ বসে তাহলে তার বিছানা নাপাক হবে না। 
(৪) নাপাক কাপড় কাচার সময় যদি কাপড় কাচার পানির ছিটা গায়ে লাগে, তবে সেটা নাপাক। সুতরাং তখন কাপড় বা শরীরকে ধৌত করতে হবে। 
(৫) নাপাক কাপড় হাত দিতে কাচার শেষে অন্য কিছু ধরার আগে হাতকে তিনবার ধৌত করে নিতে হবে।কাপড় পরিস্কার করে ভেজা কাপড়ে হাত দেয়ার পর আর হাত ধৌত করার প্রয়োজনিয়তা নাই।  
(৬) কাপড়ের নাপাক শুকিয়ে যাবার পর কাপড়ের উপর যদি খাতার পৃষ্ঠা পড়ে বা বই রাখা হয়, তাহলে সেটা নাপাক হবে না। হ্যা, শুকনো নাপাক ভিজলে তা আবার নাপাক হয়ে যাবে। এবং ভিজা হাত দ্বারা যদি ঐ কাগজকে ধরা হয়, তাহলে ঐ কাগজ নাপাক হবে না। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 133 views
...