ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
রব্ব অর্থ পালনকর্তা। আর মুসতাফা অর্থ নির্বাচিত, চয়নকৃত, বাছাইকৃত। সুতরাং অর্থ হবে, হে আমার বাছাইকৃত রব, হে আমার চয়নকৃত রব, হে নির্বাচিত রব। যেহেতু দুনিয়াতে অনেকে অনেক প্রকার খোদার ইবাদত করে। কেউ মুর্তিকে খোদা মানে, কেউ মানুষকে খোদ মানে। এসব থেকে আল্লাহকে রব হিসেবে বাছাই করা। এটাই মূলত কালিমার অর্থ।
أَشْهَدُ أَنْ لا إلا الله و أَشْهَدُ أنَّ مُحَمَّدًا عََبْدُهُ وَ رَسولُهُ
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোনো মাবূদ (উপাস্য) নেই এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে, মুহাম্মাদ (সা) আল্লাহর
বান্দা ও রাসূল।”
لا إِلَهَ إِلا اللهُ وَحْدَهُ لا شَرِيْكَ لَهُ
“আল্লাহ ছাড়া কোনো মা’বুদ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই।” (শেষ)
মুহাম্মদ মুসতাফা অর্থ হল, বাছাইকৃত রাসূল মুহাম্মদ (সাঃ) এই মুসতাফা রাসূল সাঃ এর সাথে খাস নয়। বরং রাসূল সাঃ এর সিফাতে আম্মাহ। সুতরাং উক্ত সিফাতকে আল্লাহর সাথে সংযুক্ত করা যাবে।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উক্ত গজলে শিরকের কিছু আমরা খুজে পাইনি। তবে এমন হামদে বারি তা’আলাকে গানে সূরে গাওয়া যাবে না। বরং এক্ষেত্রে গজল উপবেশনের মূলনীতিকে ফলো করতে হবে। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/1898