আমরা ৬ বছর আগে পরিবার কে না জানিয়ে হালাল থাকার জন্য নিজেরা বিয়ে করি,যদিও বিষয়টা পরিবারের অজান্তে উচিত হয় নি কিন্তু যেহেতু বিয়ে হয়ে আর এখন দুজনের পড়াশোনা শেষ হয়ার পর পরিবারে শুধু পছন্দ এর কথা বলা হয়েছে বিয়ের কথা গোপণ করে, কিন্তু আমার মানে মেয়ের পরিবার ছেলেকে মানছেন না,ছেলে পারিবারিক ব্যবসা করেন কোন চাকরিতে যোগ দেন নি।কিন্তু মেয়ের পরিবার চাচ্ছে সরকারি চাকরিজীবী,ছেলে মেয়ে দুজনই আলহামদুলিল্লাহ দ্বীন মেনে চলার চেষ্টা করে সম্পুরন কিন্তু মেয়ের পরিবার এসব না দেখে খালি চাকরি চাচ্ছে,মেয়েকেও চাকরি করার জন্য প্রেশার দিচ্ছে, মেয়ের বাবা সরকারি ১ম শ্রেনিতে চাকরি করতেন আর ছেলের পরিবার ব্যাবসায়ি ছেলের পরিবার রাজী। আমার তো স্বামির বাধ্য থাকাও ফরজ আবার বাবা মার অবাধ্য হলেও তো গুনাহ এই পরিস্থিতিতে কে বেশি হকদার আমার কাছে থেকে? স্বামি না বাবা মা? মেয়ের জন্য তো এত বছর এর বিয়েও ভেঙ্গে ফেলা ফিত্নার কারণ হয়ে দাঁড়াবে ভবিষ্যতে। বাবা মাও খুব প্রেশার এ রেখেছেন। আবার উনারাও মানসিকভাবে ভেঙ্গে পরছেন।উনারা খালি বলেন মানুষের কাছে কি পরিচয় দিবে তারা? তারা বলছেন যে ব্যবসা নাকি চাকরিজিবি পরিবারের মেয়ের সাথে মানায় না।। আবার কুফুর দিক থেকেও দ্বীনদারিতা বংশ মর্যাদায় ছেলের পরিবার উচু। এখন কি আমি বিয়ের কথা প্রকাশ করে আমার স্বামির কাছে চলে যাব বাবা মা অরাজী থাকলেও নাকি এভাবেই বাবা মা না বুঝা পরযন্ত বাবার ঘরেই বসে থাকব?নাকি বাবা মার বাধ্য হব? স্বামির হক তো নষ্ট হচ্ছে এভাবে বাবার বাড়ি থেকে আবার বাবা মার অবাধ্যতার গুনাহ ও হচ্ছে স্বামির কাছে চলে গেলে, শরিয়ত কোন বিষয় কে বেশি হকদার আর বেশি গুরুত্ব দেই? করণিয় কি আমাদের জন্য?