ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নির্দিষ্ট সময়ে প্রত্যেক মুসলমানের উপর সালাত আদায় করা ফরজ।তিনি যেই হোন না কেন? যে পরিস্থিতিতেই থাকেননা কেন?উনার উপর আল্লাহ কর্তৃক ফরজ বিধান হচ্ছে,যথাসম্ভব যথাসময়ে সঠিকভাবে সালাত আদায় করা।যেমন আল্লাহ তা'আলা ঘোষনা করেন......
ﺇِﻥَّ ﺍﻟﺼَّﻼَﺓَ ﻛَﺎﻧَﺖْ ﻋَﻠَﻰ ﺍﻟْﻤُﺆْﻣِﻨِﻴﻦَ ﻛِﺘَﺎﺑًﺎ ﻣَّﻮْﻗُﻮﺗًﺎ
নিশ্চয় নামায মুসলমানদের উপর ফরয নির্দিষ্ট সময়ের মধ্যে। (সূরা নিসা-১০৩)
তাই ইসলামী বিধান হল, প্রতিটা মানুষের উপর সঠিক সময়ে সালাত আদায় করা ও তার চেষ্টা করা ফরজ, এতে যদি কোনো জিনিষ এসে বিগ্নতা সৃষ্টি করে তাহলে যথাসম্ভব তাকে পরিত্যাগ করাও ফরজ। অন্যদিকে তাহজ্জুদের নামায নফল। এবং মানুষকে কষ্ট না দেওয়া ও তার প্রতি অনুগ্রহ করা প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। এ সব বিষয় বিবেচনায় আমরা বলব যে, অসুস্থ ব্যক্তির সাথে ঘুমালে, জামাতে যাওয়ার জন্য এ্যালার্ম দিতে পারবেন। তবে তাহাজ্জুদের জন্য আপাতত এলার্ম না দেওয়াই উচিৎ।
(২)একা একা ফরয নামায পড়ার পর জামাত পাওয়া গেলে সেই জামাতে নফলের নিয়তে শরীক হওয়া যাবে।