আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
117 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (19 points)
Assalamu alaikum
1. Ager din kobore ful dawa niye proshno korechilam. Akhn jante chai j amr abbu toh tar kobore ful dite bolen nai ba mrittu barsiki palon korte o bole nai . Kintu amr family theke kew jodi seta kore ba abbur porichito kew jodi kore sekhetre ki amr abbu kono jobab dihitai porbe? Ba tar kono sasti hobe? Abr ami badha dile fitna hobe Tobu mukhe bolechi na korte kintu Tobu jodi na sune tobe ki amke o jobab dite hobe? Plz uttor gulir sob answer diben karon jana joruri onek somoy ak sathe duita prosno jodi ak prosner vitor thake sekhtre hoitoh apnara kheal koren na , tai request korbo uttor guli properly diben In Shaa Allah
2. Jodi kew bank a taka joma rakhe na kintu saving account toh tai transactions holei kichu taka debit hoi , se khetre ki korbe oi taka ki kono madrasai bina sawab er ashai dawa jabe ? Na onno kichu ki korte pare jodi janan khub upokar hobe?? Jmn kothai dawa jabe r kothai jabe na, ba ki koronio oi takar

1 Answer

0 votes
by (712,400 points)
edited by
 বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনার আব্বু যদি কবরে ফুল দেওয়ার কথা না বলে থাকেন,এবং মৃত্যু বার্ষিকী পালনের কথা না বলে থাকেন,এবং আপনি আপনার সামর্থ্যানুযায়ী বাধা প্রদান করেন,তাহলে যদি আপনার আব্বুর কবরে ফুল দেয়া হয়,বা আপনার আব্বুর মৃত্যু বার্ষিকী পালন করা হয়,তাহলে আপনার বা আপনার আব্বুর কোনো প্রকার গোনাহ হবে না।

(২)
হারাম টাকার কে তার মালিকের নিকট ফিরিয়ে দিতে হয় নতুবা সদকাহ করতে হয়।যেহেতু মালিকের নিকট ফিরিয়ে দিলে তারা আবার সেই টাকাকে সুদী কাজে ব্যবহার করবে,তাই উক্ত টাকাকে সদকাহ করে দেয়াই উত্তম বলে বিবেচিত হবে।
আপনি সেভিংস একাউন্টের সুদের টাকাকে গরীব-মিসকিনদের মধ্যে সদকাহ করে দিবেন।মাদরাসার গরীব ছাত্রদেরকেও দিতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (712,400 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...