বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
আপনার আব্বু যদি কবরে ফুল দেওয়ার কথা না বলে থাকেন,এবং মৃত্যু বার্ষিকী পালনের কথা না বলে থাকেন,এবং আপনি আপনার সামর্থ্যানুযায়ী বাধা প্রদান করেন,তাহলে যদি আপনার আব্বুর কবরে ফুল দেয়া হয়,বা আপনার আব্বুর মৃত্যু বার্ষিকী পালন করা হয়,তাহলে আপনার বা আপনার আব্বুর কোনো প্রকার গোনাহ হবে না।
(২)
হারাম টাকার কে তার মালিকের নিকট ফিরিয়ে দিতে হয় নতুবা সদকাহ করতে হয়।যেহেতু মালিকের নিকট ফিরিয়ে দিলে তারা আবার সেই টাকাকে সুদী কাজে ব্যবহার করবে,তাই উক্ত টাকাকে সদকাহ করে দেয়াই উত্তম বলে বিবেচিত হবে।
আপনি সেভিংস একাউন্টের সুদের টাকাকে গরীব-মিসকিনদের মধ্যে সদকাহ করে দিবেন।মাদরাসার গরীব ছাত্রদেরকেও দিতে পারবেন।