ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) যদি আছরের ওয়াক্তে কারো হায়েয শেষ হয়, তাহলে সে শুধুমাত্র আছরের নামাযকে কাযা করবে, তার জন্য যোহরের নামাযকে কাযা করার কোনো প্রয়োজনিয়তা নাই।
(২) যে ওয়াক্তে হায়েয শেষ হবে, শুধুমাত্র সেই ওয়াক্তের নামাযকে কাযা করতে হবে।
(৩) যেই ওয়াক্তে হায়েয শুরু হবে, সেই ওয়াক্তের নামাযকে কাযা করতে হবে।
(৪)কোনো ওয়াক্তের শুরুতেই বলতে ওয়াক্ত শুরু হওয়ার পর এতটুকু সময় পাওয়া গেলে, যে সময়ে উক্ত নামাযকে পড়ে নেয়া যায়, এমন হলে সেই ওয়াক্তের নামাযকে পড়তে হবে।
(৫) .কোনো ওয়াক্তের শেষ মুহুর্তে যদি হায়েজ শেষ হয়, এক্ষেত্রে গোসল করে সেই ওয়াক্তের নামাজ পড়ে নিতে হবে।
(৬)উনার তিলাওয়াত শুনে তো ভালই মনে হয়েছে। তাজবীদের পূর্ণতা রয়েছে।