আসসালামু আলাইকুম।
১/ রোযা অবস্থায় ঢেকুর উঠে ভিতর থেকে কিছু পানি গলার উপরে মুখের অংশে চলে এলে স্বাভাবিকভাবে ঢোক গিলার সময় মুখ থেকে ঢেকুর উঠার সামান্য পরিমাণ পানি গলার ভেতরে চলে গিয়েছে। আর যে সামান্য পরিমাণ পানি মুখে ছিলো তা ফেলে দেয়া হয়েছে।
এতে রোযা ভাঙবে কি?
২/ বাবা যদি মেয়েকে ঈদ খরচের জন্য কিছু টাকা দেয় আর সেটা কাউকে না বলতে বলে, এমনকি মাকেও না বলতে বলে, আর আমিও বলবো না বলে কথা দিই, এতদসত্ত্বেও মা জিজ্ঞেস করলে টাকা দিয়েছে কি না আর মাকে দিয়েছে সেটা বলে দিলে কি খেয়ানতের গুনাহ্ হবে?
বিঃদ্রঃ বাবা মাকে হাত খরচ দেয় না।