আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।
এক বোন নতুন দ্বীনের পথে এসেছেন। উনার একটি হারাম সম্পর্ক আছে, কিন্তু বের হয়ে আসতে পারছেন না। কয়েকবার চেষ্টা করেছেন। পরিবার থেকে এই মুহূর্তে বিয়ে দিতেও রাজি না। উনি আমাকে এই প্রশ্নটি করেছেন
" মনে কর দুই জন মানুষ হারাম সম্পর্কে আছে, মানে প্রেম করে। তারা জানে এটা পাপ। তারা বিয়ে করতেও রাজি। কারণ তারা পাপ বাড়াতে চায়না। অপরদিকে তাদের পরিবার তাদের এই মুহূর্তে বিয়ে দেবেনা যেখানে ২ জন ই বিয়ের উপযুক্ত। তাহলে তারা কি পালিয়ে বিয়ে করতে পারে?"
বোনের ভাষ্য মতে উনাদের কুফু মিলে এবং ছেলে টিউশনি করান। উভয়ই প্রাপ্তবয়স্ক(১৯)।
এর জবাব কী হবে ?।