ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নামাজ:
(২) নামায নষ্ট হবে না।
(৪) নামাজে ক্বিরাত উচ্চারণের সময় ভূলবশত সামনের দিকে থুথু বের হলে নামাযা ফাসিদ হবে না।
পবিত্রতা:
রোজা:
(১)কাযা রোজা না রেখে শাওয়ালের ছয় রোজা রাখা যাবে ।কাযা রোজা আগে আদায় করা বাধ্যতামূলক নয়। বরং উত্তম হল, আগে কাযা আদায় করা তারপর শাওয়ালের রোযা রাখা।
(২) কাযা রোজা ও শাওয়ালের রোজার নিয়ত একইসাথে করা যাবে
(৩)ইচ্ছাকৃতভাবে বিনা কারনে কাযা রোজা আদায়ে দেরি করলে গোনাহ হবে না।
(৪)জ্বী, কাযা আদায় করতে হবে। তবে হায়েযের কারণে যে সব নামায কাযা হয়েছে, সেই গুলির কাযা আদায় করতে হবে না।
পর্দা:
পরুষ সে তার সতরকে ঢেকে রাখবে।সতর ঢেকে রাখা পুরুষের জন্য ফরয।পুরুষের সতর কতটুকু
এক পুরুষ অন্য পুরুষের কোন কোন অঙ্গের দিকে দৃষ্টিপাত করতে পারবে,
এসম্পর্কে ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত আছে,
وَيَجُوزُ أَنْ يَنْظُرَ الرَّجُلُ إلَى الرَّجُلِ إلَّا إلَى عَوْرَتِهِ كَذَا فِي الْمُحِيطِ وَعَلَيْهِ الْإِجْمَاعُ، كَذَا فِي الِاخْتِيَارِ شَرْحِ الْمُخْتَارِ. وَعَوْرَتُهُ مَا بَيْنَ سُرَّتِهِ حَتَّى تُجَاوِزَ رُكْبَتَهُ، كَذَا فِي الذَّخِيرَةِ
একজন পুরুষ অন্য পুরুষের দিকে সতর ব্যতীত অন্যান্যস্থানের দিকে দৃষ্টিপাত করতে পারবে,এর উপর ইজমা বা উলামায়ে কেরামদের ঐক্যমত রয়েছে।মুহিত ইত্যাদি গ্রন্থাবলীতে এভাবেই বর্ণিত আছে।পুরুষ-পুরুষের সামনে সতর হচ্ছে,নাভীর নিচ থেকে হাটু পর্যন্ত।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-৫/৩২৭).........বিস্তারিত জানুন-
https://www.ifatwa.info/2833
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
প্রশ্নে উল্লেখিত ট্রেইনারের ভিডিও দেখা কখনো জায়েয হবে না। প্রয়োজনে সতর ঢাকা কোনো অফলাইন ট্রেইনারের নিকট থেকে অনুশীলন করা যেতে পারে।
মিথ্যা বলে টাকা নেয়া:
মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নিবেন। অথবা মাতাপিতার নামে তাদের না জানিয়ে সদকাহ করে দিবেন।