বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
বেগানা নারী-পুরুষ খালওয়াত তথা নির্জনে একাকী অবস্থান করতে পারবে না। হাদীসে একে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে.......
ﻻَ ﻳَﺨْﻠﻮﻥَّ ﺭَﺟُﻞٌ ﺑِﺎﻣْﺮَﺃﺓٍ ﺇِﻻَّ ﻭَﻣَﻌَﻬﺎ ﺫُﻭ ﻣَﺤْﺮَﻡ )
কোনো পুরুষ কোনো মহিলার সাথে মহিলার মাহরাম না থাকা অবস্থায় নির্জনে একাকী বসবাস করতে পারবে না।(সহীহ বুখারী-৫২৩৩;সহীহ মুসলিম-১৩৪১)
প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
নারীদের সাথে বিশেষ প্রয়োজনে কথা বলার অনুমোদন রয়েছে।যেহেতু উনি চেম্বার প্র্যাটকটিস করছেন,তাই উক্ত বিষয়ে নারীদের সাথে কথা বলা অনুমোদনযোগ্য হতে পারে।তবে নারীদের দিকে তাকিয়ে কথা বলতে পারবেন।সর্বদা নিজেকে নিরাপদ দূরত্বে রাখতে হবে।নরম ভাষায় কথা বলা যাবে না।একাকী কোনো রুমে নারীদের সাথে একান্তে কোনো আলাপ করা যাবে না।প্রয়োজন অতিরিক্ত কথা বলা যাবে না।পুরুষ এসিস্ট্যান রাখা সম্ভব হলে মেয়ে এসিস্ট্যান রাখা জায়েয হবে না।আর সম্ভব না হলে উপরোক্ত শর্তাদির আলোকে নিজেকে সর্বদা নিরাপদ দূরত্বে রাখার শর্তে অনুমোদনযোগ্য হতে পারে। বিস্তারিত জানতে ভিজিট করুন-
https://www.ifatwa.info/8333
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বিনা প্রয়োজনে মেসেঞ্জারে নারী-পুরুষের কথোপকথন নাজায়েয ও হারাম। তবে প্রয়োজনে কথোপকথন জায়েয রয়েছে।যেহেতু কমেন্ট জনসম্মুখে হয়ে থাকে,তাই মেসেজের চেয়ে কমেন্টের বিধানে কিছুটা শীতিলতা রয়েছে। আপনি মেয়েদের সাথে মেসেঞ্জারে কথা না মেয়েদের গ্রুপে ইনভাইট করতে পারবেন। এতে আপনার কোনো গোনাহ হবে না।