ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১)
তমদ্দুন এর বাংলা অর্থ তমদ্দুন [ tamadduna ] বি. সংস্কৃতি, কৃষ্টি (তমদ্দুন মজলিশ)।;[আ.]।;[তমোদ্দুন] (বিশেষ্য) ১ নাগরিকতা; নগর-সভ্যতা; সভ্যতা-সংস্কৃতি। ২ মদিনা (শহর); শহুরে আচার-সংস্কৃতি। {(আরবি)তামাদ্দুন };
(২) তাহযিব
সংস্কৃতি, শিক্ষা
(৩) কোনো কাজের কর্তাকে ফায়েল বলা হয়।
(৪) আপনার এ প্রশ্ন বুঝিনি? কমেন্টে পরিস্কার করে উল্লেখ করবেন।
(৫) জাতীয়বাদ বলতে কোনো জাতী কর্তৃক তাদের বংশগত ও ঐতিহ্যগত কৃষ্টি কালচার কে লালন করা। ইসলাম শুধুমাত্র সেই সব নিয়ম কানুন ও জীবন পদ্ধতিকে অনুসরণ করার পরামর্শ দিয়েছে যা ওহী দ্বারা প্রমাণিত।
(৬) এ প্রশ্ন আল-কায়েদার কাউকে জিজ্ঞাসা তার সঠিক উত্তর পাওয়া যাবে। আমরা কিভাবে এ প্রশ্নের উত্তর দিবো।
(৭) নামায ফরয,এবং নামাযের জন্য অজু জরুরী। পবিত্রতা না থাকলে নামাযই হবে না। সুতরাং নামাযের পূর্বে অজু ফরয। নামাযের জন্য চেষ্টা প্রচেষ্টাও ফরয।
(৮) জ্বী, সুদের টাকা জানার পরও আপনি যদি ফকির মিসকিন না হন, তাহলে আপনার জন্য ঐ সুদের টাকা গ্রহণ করা কখনো জায়েয হবে না।
হারাম টাকার বিধান হল, তা প্রাথমিকভাবে মূল মালিকের কাছে ফেরত দেয়া।নতুবা সওয়াবের নিয়ত ছাড়া গরীবদের মাঝে সদকা করে দেয়া।
من ملك بملك خبيث ولم يمكنه الرد الى المالك فسبيله التصدق على الفقراء
যদি কারো নিকট কোনো হারাম মাল থাকে,তাহলে সে ঐ মালকে তার মালিকের নিকট ফিরিয়ে দেবে।যদি ফিরিয়ে দেয়া সম্ভব না হয়,তাহলে গরীবদেরকে সদকাহ করে দেবে।(মা'রিফুস-সুনান১/৩৪)
(৯)জ্বী এই পিয়াজ খেতে পারবেন।