বিসমিহি তা'আলা
জবাবঃ-
জ্বী, অবশ্যই ফিতনা ছড়ানো হবে।
যেমন নিম্নোক্ত দুইজন মনিষীর উক্তি এ ব্যাপারে বর্ণিত রয়েছে।
ইমাম মালেক রহ. মুয়াত্তা লেখার পর তৎকালীন বাদশা বললেন, আপনার এই কিতাবকে সব প্রদেশে ও শহরে প্রেরণ করি, মানুষকে সরকারি ফরমান জারি করে দেবো, সবাই যেন এই কিতাব মোতাবেক আমল করে।
ইমাম মালেক রহ. বললেন, এই কাজ করা যাবে না৷ ফেতনা হবে। কারণ, প্রত্যেক অঞ্চলে সাহাবি ও তাবেয়িদের মাধ্যমে একটা আমল প্রতিষ্ঠিত ও চালু হয়ে গেছে; যা হয়তো মুয়াত্তায় বর্ণিত হাদিসের বিপরীত। তখন ফেতনা ছড়াবে, ঝামেলা হবে।
শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবি রহ. "আল ইনসাফ" নামক কিতাবে লেখেন : যে এলাকায় একটি সুন্নাহ প্রচলিত আছে, সে এলাকায় গিয়ে যদি একই বিষয়ে ভিন্ন আরেকটি সুন্নাহ থাকে, সে সুন্নাহর দাওয়াত প্রদান করবে না৷ কারণ, এরদ্বারা মানুষের মাঝে ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠবে। (সংগৃহীত)
অনুলিখনে
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ, Iom.