ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
নামায
(১)যেসব নামাজে নি:শব্দে কুরআন তিলাওয়াত করার কথা যেমন:যোহরের ফরজ,যোহরের সুন্নাত,আছরের ফরজ ইত্যাদি,সেসব নামাজ একাকী পড়াকালীন কি শব্দ করে তিলাওয়াত করা যাবে না। করলে সাহু সিজদা ওয়াজিব হবে।
(২) তিনবার সুবহানা রাব্বিয়াল আ’লা বলতে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ই এক রুকুন।
পবিত্রতা
(১) হালাল প্রাণীর জবাই করা কাচা গোসত নাপাক নয়। হালাল প্রাণীর মলমূত্র নাপাক, কাঁচা মাছ নাপাক নয় মাছের কোনো রক্ত নেই । সুতরাং যে পানি আমরা দেখি তা নাপাক নয়।
(২) যতক্ষন আপনি নিশ্চিত না হচ্ছেন যে, বক্সে কোনো নাপাক কাপড় আছে ? ততক্ষন বিষয়টাকে সন্দেহপূর্ণ হিসেবে গণ্য করে কাপড়সমূহকে পাক ধরে নিবেন। যেহেতু বক্সের ভিতর নাপাকি লাগার সম্ভাবনা আছে।তাই এমতাবস্থায় ভেজা হাত দিয়ে বক্সের ভিতর ধরলে হাতে নাপাক হয়ে যাবে।
(৩) যদি ঐ পাকা গুলো পানি চুষে থাকে, তাহলে তা মাঠির হুকুমে চলে আসবে। নয়তো আয়নার হুকুমে চলে যাবে। একদিন পরীক্ষা করে দেখে দিবেন।
(৪) দৃশ্যমান নাজাসত লাগা কাপড় থেকে যদি নাজাসত দূর হয়, এমন পরিমাণ পানি ঢালা হয়, তাহলে উক্ত কাপড় পবিত্র হয়ে যাবে। নতুবা তিন বার নিংড়িয়ে ধৌত করতে হবে।
(৫) জ্বী, দেয়াল বা বালতি নাপাক হবে।
(৬) পানি প্রবাহিত করে নাপাকের আছার দূর করাই যথেষ্ট
(৭) জ্বী, এ রক্ত নাপাক।
রোযা
সন্দেহের কারণে আপনার রোযা নষ্ট হবে না। তবে যদি নিশ্চিত আপনার গলায় পানি পৌছে থাকে, তাহলে আপনার রোযা ফাসিদ হয়ে যাবে।
ওয়াশিং মেশিন
https://www.ifatwa.info/6638 নং ফাতাওয়ায় আমরা বলেছি যে,
নাপাক কাপড় ওয়াশিং মেশিনে ধুয়েও পাক করা যায়। মূলত কাপড় পাক হওয়া না হওয়ার বিষয়টি নির্ভর করে ওয়াশ করার পদ্ধতির উপর। তিনবার যথানিয়মে নাপাক কাপড় মেশিনে ধৌত করলে তা পবিত্র হয়ে যাবে। এর জন্য প্রত্যেকবার নতুন পানি নিতে হবে এবং প্রতিবার ধোয়ার পর তা ফেলে দিতে হবে।
এর সহজ পদ্ধতি এই যে, কাপড় মেশিনে রেখে পরিমাণ মতো পানি ও সাবান দিয়ে মেশিন চালু করবে। কাপড় ধোয়া হয়ে গেলে সমস্ত পানি ছেড়ে দিবে। অতঃপর আবার নতুন পানি দিয়ে মেশিন চালু করবে এবং ওয়াশ হওয়ার পর পানি ছেড়ে দিবে। এভাবে পরপর তিনবার নতুন পানি দিয়ে কাপড় ধৌত করতে হবে এবং প্রতিবার পানি ছেড়ে দিতে হবে। যখন মনে হবে যে, কাপড়ের ভেতরের নাপাকী বের হয়ে গেছে তখন কাপড় পাক হয়েছে বলে ধরে নিবে। [রদ্দুল মুহতার ১/৩৩০; আপকে মাসায়েল আওর উনকা হল ৩/১৭১; কিতাবুন নাওয়াযিল ৩/৩৯; ফাতাওয়া হাক্কানিয়া ২/৫৮২] (শেষ)