১। কুরআন তিলায়াত করা কি ফরজ ওয়াজিব সুন্নাত নফল নাকি মুস্তাহাব আমল ?
২। আল্লাহ গাফুরুর রহিম তিনি অসীম দয়ালু তবে আমি শুনেছিলাম যে আল্লাহ তার দয়া কে ১০০ ভাগ করে ৯৯ ভাগ রেখে দিয়ে ১ ভাগ তার সৃষ্টিতে বিলিয়ে দেন সে ক্ষেত্রে আসলে এখানে কি বোঝানো হয়েছে তিনি ১ ভাগ বিলিয়ে দিলেও তিনি কিভাবে অসীম দয়ালু হলেন ?
৩। আল্লাহ হাশরের ময়দানে জব্বার এবং কাহার নাম ধারণ করবেন সে ক্ষেত্রে তিনি ঐদিন কি মোটেও কারো পর কোন দোয়া করবেন না ?