জবাব
بسم الله الرحمن الرحيم
(০১)
না,এতে উক্ত কাপড় নাপাক হবেনা।
,
(০২)
শরীয়তের বিধান মতে ব্যবহারিত পানি পাক।
এটি নাপাক নয়।
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، حَدَّثَنَا سِمَاكٌ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ اغْتَسَلَ بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صلي الله عليه وسلم فِي جَفْنَةٍ فَجَاءَ النَّبِيُّ صلي الله عليه وسلم لِيَتَوَضَّأَ مِنْهَا - أَوْ يَغْتَسِلَ - فَقَالَتْ لَهُ: يَا رَسُولَ اللهِ، إِنِّي كُنْتُ جُنُبًا . فَقَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم " إِنَّ الْمَاءَ لَا يُجْنُبُ " . - صحيح
‘আব্দুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোন এক স্ত্রী বড় একটি পাত্র থেকে পানি তুলে গোসল করেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশিষ্ট পানি দ্বারা অযু অথবা গোসল করতে আসলেন। স্ত্রী বললেন, হে আল্লাহর রসূল! আমি তো জুনুবী ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি অপবিত্র হয় না।
তিরমিযী (অধ্যায়ঃ পবিত্রতা, হাঃ ৬৫, ইমাম তিরমিযী বলেন, এ হাদীসটি হাসান সহীহ), ইবনু মাজাহ (অধ্যায়ঃ পবিত্রতা, অনুঃ নারীর ব্যবহৃত পানি দিয়ে উযু করার অনুমতি প্রসঙ্গে, হাঃ ৩৭০), হাকিম (১/১৫৯)।
,
সুতরাং প্রশ্নে উল্লেখিত তোয়ালে নাপাক হবেনা।
,
(০৩)
হাত মগে ঢুকিয়ে পানি নিয়ে অযু করবে।
এক্ষেত্রে হাতের টপকানো পানি সেই মগে পড়ার দ্বারা সমস্যা হবেনা।
(০৪)
হ্যাঁ সেটা দিয়ে অযু করা যাবে।
(০৫)
কোনো সমস্যা হবেনা।
সেটা দিয়ে অযু করা যাবে।
,
(০৬)
فَسَدَ [ن] [ض] (فَسَاد ، فُسُود)
[ফাসাদা] ফাসিদ শব্দের অর্থঃ
খারাপ হওয়া,নষ্ট হওয়া,বিকৃত হওয়া,
অকেজো হওয়া,বাতিল হওয়া।
(০৭)
নাপাক কাপড় ধোয়ার ক্ষেত্রে সতর্কতামূলক হাত ধুয়ে নিতে হবে।
,
(০৮)
না,ঐ গামছা ধোয়া লাগবেনা।