আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
289 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (60 points)
আসসালামু আলাইকুম। আমি একটি বিষয় জানতে চাচ্ছি আর সেটা হলো যেমন পবিত্র কোরআন এ বলা আছে সুরা ত্বহা ২০ নাম্বার সুরার ১২৬ নাম্বার আয়াতে যে -
আল্লাহ বলবেন, এভাবেই তো আমার নিদর্শনসমূহ যখন তোমার কাছে এসেছিল তখন তুমি তা ভুলে গিয়েছিলে। আজকের দিনে সেভাবেই তোমাকে ভুলে যাওয়া হচ্ছে।

ঠিক এভাবেই যারা বিপদের এগিয়ে আসে না বার বার সাহায্য চাইলেও গুরুত্ব দেয়না, সাহায্য করেনা এড়িয়ে চলে তারা যখন বিপদে পড়বে এবং আমাদের কাছে সাহায্য চাইবে তখন কি আমরাও বলতে পারবো যে 'আমরাও খুব বিপদে পরে তোমার/তোমাদের নিকট সাহায্য চেয়েছিলাম এনিয়ে বিনিয়ে অনেক কাকুতিমিনতি করছি কিন্তু তোমরা তার গুরুত্ব দাওনি ঠিক সেইভাবে আজকে তোমাদের ভুলে যাওয়া হলো অন্যদের কাছে সাহায্য চাও।
আমি/আমরা বলতে পারবো? যদিও খুব বিপদে পরে যাই/গিয়েছি। উত্তরটা জানাবেন ইনশাআল্লাহ।

1 Answer

0 votes
by (583,020 points)
জবাব
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم 


সুরা ত্বহার ১২৬ নং আয়াতে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ

قَالَ کَذٰلِکَ اَتَتۡکَ اٰیٰتُنَا فَنَسِیۡتَہَا ۚ وَکَذٰلِکَ الۡیَوۡمَ تُنۡسٰی ﴿۱۲۶﴾ 

তিনি বলবেন, এরূপই আমাদের নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে,ভুলে গিয়েছিলে, এবং সেভাবে আজ তোমাকেও (জাহান্নামে) ছেড়ে রাখা হবে।
তোমাকেও আমি ভুলে যাবো।

বিস্মৃত হওয়া ছাড়া نسيان শব্দের আরেক অর্থ আছে ছেড়ে রাখা। অর্থাৎ যেভাবে আমার হেদায়াতকে দুনিয়াতে ছেড়ে রেখেছিলে তেমনি আজ তোমাদেরকে জাহান্নামে ছেড়ে রাখা হবে। [ফাতহুল কাদীর]
,
الَّذِیۡنَ اتَّخَذُوۡا دِیۡنَہُمۡ لَہۡوًا وَّ لَعِبًا وَّ غَرَّتۡہُمُ الۡحَیٰوۃُ الدُّنۡیَا ۚ فَالۡیَوۡمَ نَنۡسٰہُمۡ کَمَا نَسُوۡا لِقَآءَ یَوۡمِہِمۡ ہٰذَا ۙ وَ مَا کَانُوۡا بِاٰیٰتِنَا یَجۡحَدُوۡنَ ﴿۵۱﴾ 

যারা তাদের দ্বীনকে খেল-তামাশারূপে গ্রহণ করেছিল। আর দুনিয়ার জীবন যাদেরকে প্রতারিত করেছিল। কাজেই আজ আমরা তাদেরকে (জাহান্নামে) ছেড়ে রাখব,ভুলে যাবো, যেমনিভাবে তারা তাদের এ দিনের সাক্ষাতের জন্য কাজ করা ছেড়ে দিয়েছিল,ভুলে গিয়েছিলে,  আর (যেমন) তারা আমাদের আয়াতসমূহ অস্বীকার করেছিল।
(সুরা আল আ'রাফ ৫১)

আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেনঃ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল! আমরা কি আমাদের রবকে কেয়ামতের দিন দেখতে পাব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দীদার সংক্রান্ত কথা উল্লেখ করে বললেনঃ তারপর আল্লাহ তার কোন এক বান্দার সাথে সাক্ষাত করে বলবেন, হে অমুক! তোমাকে কি আমি সম্মানিত করিনি? নেতৃত্ব দেইনি? বিয়ে করাইনি? তোমার জন্য ঘোড়া ও উট আয়ত্বাধীন করে দেইনি? তোমাকে কি প্রধান এবং শুল্ক আদায়কারী বানাইনি? (তোমাকে এমন আরামে রেখেছি যে, তোমার কোন কষ্ট অনুভূত হয়নি।) সে বলবেঃ হ্যাঁ। তখন আল্লাহ বলবেনঃ তুমি কি আমার সাক্ষাতে বিশ্বাসী ছিলে? সে বলবেঃ না। তখন আল্লাহ বলবেনঃ আজ আমি তোমাকে ছেড়ে দেব যেমন তুমি আমাকে ছেড়েছিলে। [মুসলিমঃ ২৯৬৮]
,
★★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই, 
আল্লাহ তায়ালা আমাদের অসংখ্য নিয়ামত দ্বারা ভরপুর রেখেছেন,এতো বড় মহান সত্তাকে ভুলে গিয়ে দুনিয়ায় মত্ত হয়ে থাকা,কুফরি করা ইত্যাদি অনকে কঠিন অপরাধ। 
এটি কোনো জ্ঞানির দৃষ্টি তেই ক্ষমার যোগ্য নয়।
,
তবে এটার উপর ভিত্তি করে কোনো ব্যাক্তি আমার দুঃখের সময় পাশে না দাড়ালে তাকে পরবর্তীতে আমিও সাহায্য করবোনা,ভুলে যাবো।
এটি কোনোভাবেই ঠিক নয়।
সে হয়তোবা আমাকে সাহায্য করেনি,কিন্তু আমি তাকে সাহায্য করে উদারতার পরিচয় দিবো।
,
মহান আল্লাহ তায়ালা জাযা দিবেন, ইনশাআল্লাহ।   


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...