১. কুররাতা আইয়ুন বইয়ে, শ্রীলঙ্কান এক আলেমের বিয়ে নিয়ে একটা গায়রে মাসনুন আমলের কথা বলা হয়েছে।
এবং আরেক জায়গায় বিয়ের জন্য ইয়া ফাত্তাহু ৪০ বার পড়ার কথা বলা হয়েছে। তাও গায়রে মাসনুন আমল।
এখন এধরনের গায়রে মাসনুন আমল কি সুন্নাহর নিয়তে না করে আমলের নিয়তে করলে কি বিদয়াত হবে?
২. রুশানিয়া এবং শুরাইম এদুটো নামের অর্থ কি?