আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
290 views
in সালাত(Prayer) by (33 points)
জজআসসালামুআলাইকুম,

১. সিজদারত অবস্থায় পুরুষদের দুপায়ের অবস্থা কেমন রাখতে হবে, মিলানো অবস্থায় থাকবে নাকি স্বাভাবিক ফাঁক বজায় থাকবে ?

২. প্রথমত, নামাজ পড়ার সময় ফরজ নামাজে কি ইকামত দেয়া আবশ্যক ?
দ্বিতীয়ত, নিচের তিন পরিস্থিতিতে একাকি ফরজ নামাজে ইকামত ও তাকবীর দেয়ার বিধান জানতে চাই :

*বাসায় একা একা ৷

*মসজিদে জামাত শেষ হয়ে  যাওয়ার পর পর, কিন্তু মুসল্লিরা উপস্থিত ৷

* মুসল্লী বিহীন খালি মসজিদে ৷

কোন পরিস্থিতে নামাজ জোড়ে পড়তে হবে, অর্থাৎ তাকবীর ও রাতের নামাজে সূরাসমূহ আওয়াজ করে পড়তে হবে সেটা জানতে চাই, পাশাপাশি ইকামত দেয়ার বিধানটা জানতে চাই ৷

৩. নামাজে কোন কিছু পড়ার শুরুতে আউজুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার আবশ্যকতা কতটুকু, (বিশেষ করে সূরা ফাতিহার আগে)...

 আউজুবিল্লাহ, বিসমিল্লাহ ছাড়া নামাজ পড়লেও কি নামাজ হবে ?

৪. নামাজে সূরা সিরিয়ালি না পড়লে কি নামাজ মাকরূহ হয় ? যেমন, প্রথম রাকাতে কেউ সূরা নাস পড়লো, তারপরের রাকাতে অন্য কোন সূরা...এরকম পরেরটা আগে, আগেরটা পরে এভাবে সিরিয়াল ছাড়া সূরা পাঠ করা যায় কিনা....আর সিরিয়াল রাখতে হলেও সেটা কীভাবে রাখতে হবে ?


৫. ফরজ নামাজ একাকী পড়ার সময় নামাজের মাঝখখানে যদি ভুলবশত জোড়ে তাকবীর না দিয়ে এক বা অধিক তাকবীর আস্তে আস্তে দেই, এবং খেয়াল হওয়ার পর বাকি তাকবীর জোড়ে আদায় করে নামাজ শেষ করি, সেক্ষেত্রে নামাজ আদায় হবে নাকি পুনরায় পড়তে হবে কিনা

কিংবা ফরজ নামাজ ছাড়া অন্য নামাজ একাকী পড়ার সময় যদি ভূলবশতঃ কোন তাকবীর জোড়ে পড়ে ফেলি, সেক্ষেত্রে কী করতে হবে ...

1 Answer

0 votes
by (589,680 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
(১) সিজদারত অবস্থায় পুরুষদের দু’পায়ে স্বাভাবিক ফাঁক বজায় থাকবে ।

(২)জামাত হয়ে যাওয়ার পর মুনফারিদের জন্য মসজিদে আযান ইকামত দ্বারা নামায পড়া মাকরুহ। জামাতের পূর্বে উচ্ছস্বরে মাকরুহ।(আহসানুল ফাতাওয়া২/২৭৯)
মসজিদে একাকি কা'যা নামাযের জন্য আযান ইকামত প্রচলিত নয়।(ফাতাওয়ায়ে দারুল উলূম৪/২৪৭)বিস্তারিত জানুন-১৭২৫
মহল্লার মসজিদে আযান-ইকামত হওয়ার পরও আপনি নিজ গৃহে নামায পড়তে চাইলে আযান-ইকামত দিতে পারবেন।এবং দেয়াই মুস্তাহাব। বুঝদ্বার নাবালক থাকলে সেই ইকামত দিবে। নতুবা যিনি ইমামতি করছেন তিনিই দিবেন।মহিলারা ইকামত দিবেনা এটাই স্বাভাবিক নিয়ম।তবে নামাযে গায়রে মাহরাম কেউ না থাকলে মহিলাদের নিম্নস্বরে ইকামতের ব্যাপারে কেউ কেউ রুখসত দিয়ে থাকেন।(ফাতাওয়ায়ে মাহমুদিয়্যাহ-৫/৪৬৩)কিন্তু মহিলা কখনো আযান  দিতে পারবেন না।কেননা আযান উচ্ছস্বরে দিতে হয়।সর্বোত্তম হল,যিনি আযান দিবেন,তিনিই ইকামত দিবেন।একজন আযান দিবেন,আর অন্যজন ইকামত দিবেন,এমনটা করলে মাকরুহে তানযিহি হয়ে যায়।একই ব্যক্তি আযান ইকামত এবং ইমামতি সবকিছুই করতে পারেন।এতে কোনো সমস্যা নেই। বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/5284

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
বাসায় একা একা নামায পড়ার সময়ে আযান ইকামত দেওয়া যাবে। মসজিদে জামাত শেষ হয়ে  যাওয়ার পর আযান ইকামত দেওয়া মাকরুহ। চায় মসজিদে মুসল্লি থাকুক বা না থাকুক। উচ্ছস্বরের নামাযগুলোকে একাকী অবস্থায় উচ্ছস্বরে ও নিম্নস্বরে উভয়ভাবেই পড়া যাবে। 

(৩)
https://www.ifatwa.info/1300 নং ফাতাওয়ায় আমরা উল্লেখ করেছি.......
আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ্ যেহেতু ক্বেরাতের সুন্নাত।তাই যার যিম্মায় ক্বেরাত রয়েছে,অর্থাৎ কুরআন তেলাওয়াত কারী চায় ইমাম হোক বা মুনফারিদ(একাকী নামায আদায় কারী)তিনিই একমাত্র আউযুবিল্লাহ বিসমিল্লাহ্ পড়বেন।
এবং পড়াই সুন্নাত।
আল্লাম কা'সানি রাহ লিখেন,
ان التعوذ سنة للقراءة فيأتي به كل قارئ للقرآن .....لا يأتي به المقتدي
আউযুবিল্লাহ ক্বেরাতের সুন্নত। সুতরাং ক্বারী সাহেবগণই একমাত্র পড়বেন।মুক্বতাদি পড়বেন না।
(আল-বাহরুর রায়েক্ব-১/৩১১)

আউযু বিল্লাহ শুধুমাত্র প্রথম রাকাতে পড়া সুন্নত।

আর নামাযের প্রত্যেক রা'কাতে সূরায়ে ফাতেহার পূর্বে নিম্নস্বরে বিসমিল্লাহ্ পড়া সুন্নত।এবং সূরায়ে ফাতেহার পর সূরা মিলানোর পূর্বে বিসমিল্লাহ্ পড়া উত্তম।অবশ্য এ ব্যাপারে মতানৈক্য রয়েছে।তবে সুন্নত না হওয়ার উপর সবাই-ই একমত।(কিতাবুন-নাওয়াযিল-৪/৫১,কিতাবুল-ফাতাওয়া-২/১৭২)বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/5645

(৪)
নামাযে কেরাত সম্পর্কে জানতে ভিজিট করুন- ৩৪৫।
প্রথম রা'কাতে সূরা ফিল তেলাওয়াতের পর,দ্বিতীয় রা'কাতে সূরা কুরাইশ তেলাওয়াত করতে হবে।ইচ্ছাকৃত এক সূরা মধ্যখানে ছেড়ে দিয়ে পরবর্তী সূরা তেলাওয়াত মাকরুহ।এবং প্রথম রা'কাতে যে সূরা তেলাওয়াত করা হয়েছে,দ্বিতীয় রা'কাতে এর পূর্বের সূরা তেলাওয়াত করা মাকরুহ।ফরয নফল সকল নামাযের ক্ষেত্রে বিধান সমান নয়।বরং ফরয নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব।কিন্তু নফল নামাযের ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়।আল্লাহ-ই ভালো জানেন।
প্রমাণ
وَيُكْرَهُ الْفَصْلُ بِسُورَةٍ قَصِيرَةٍ وَأَنْ يَقْرَأَ مَنْكُوسًا إلَّا إذَا خَتَمَ فَيَقْرَأُ مِنْ الْبَقَرَةِ. وَفِي الْقُنْيَةِ قَرَأَ فِي الْأُولَى الْكَافِرُونَ وَفِي الثَّانِيَةِ – أَلَمْ تَرَ – أَوْ – تَبَّتْ – ثُمَّ ذَكَرَ يُتِمُّ وَقِيلَ يَقْطَعُ وَيَبْدَأُ،
وقال ابن عابدين الشامى رح: (قَوْلُهُ ثُمَّ ذَكَرَ يُتِمُّ) أَفَادَ أَنَّ التَّنْكِيسَ أَوْ الْفَصْلَ بِالْقَصِيرَةِ إنَّمَا يُكْرَهُ إذَا كَانَ عَنْ قَصْدٍ، فَلَوْ سَهْوًا فَلَا كَمَا فِي شَرْحِ الْمُنْيَةِ. (رد المحتار، كتاب الصلاة، باب صفة الصلاة، فروع يجب الاستماع القراءت مطلقا-2/269)
قَرَأَ فِي الْأُولَى – {قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ} [الناس: 1]- أَعَادَهَا فِي الثَّانِيَةِ إنْ لَمْ يَخْتِمْ نَهْرٌ لِأَنَّ التَّكْرَارَ أَهْوَنُ مِنْ الْقِرَاءَةِ مَنْكُوسًا بَزَّازِيَّةٌ، (رد المحتار، كتاب الصلاة، باب  صفة الصلاة-2/268)
বিস্তারিত জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/2434

(৫)
ফরজ নামাজ একাকী পড়ার সময় নামাজের মাঝখখানে যদি কেউ ভুলবশত জোড়ে তাকবীর না দিয়ে এক বা অধিক তাকবীর আস্তে আস্তে দেয়, এবং খেয়াল হওয়ার পর বাকি তাকবীর জোড়ে আদায় করে নামাজ শেষ করে, তাহলে এক্ষেত্রে নাময আদায় হয়ে যাবে। 


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 209 views
...