আসসালামু আলাইকুম,
আমি কোরআনের সব সূরা মুখস্ত জানি না। অল্প সংখ্যক কিছু সূরা জানি। প্রায় সবই মাক্কী সূরা।
সিরিয়ালি সূরা মুখস্ত নাই। কিন্তু আমি কিয়ামুল্লাইল বা নফল সালাত দীর্ঘ করে পড়তে চাই। সেক্ষেত্রে আমার জানা সূরা গুলা কি সিরিয়াল নং অনুযায়ী একের পর এক পড়ে এক রাকাতের কিরাত করা যাবে?
অর্থাৎ আমার জানা সূরার নং যদি হয়- ৮৭, ৯৪, ৯৭, ১০৩, ১১০, ১১১,১১২ এমন। তাহলে এক রাকাতের কিরাতেই আম সবগুলো পড়তে পারবো কি? যেহুতু মাঝে গ্যাপ আছে যেইগুলা মুখস্ত নাই৷
যাযাকামুল্লাহু খইরান।